আমাদের কথা খুঁজে নিন

   

''কাল্পনিক ভালোবাসা''

যখন তুমি থাকো আমার কল্প-মাঝে; অন্ধ আমি, উগ্র আমি কাল্পনিক সব কাজে। ভালোবাসার পাহাড় ডিঙ্গোই অস্থিরতায় তুমি আছো কল্পনাতে আর কী ইবা চাই? কল্পনাতে যখন তোমার একটি হাত ধরি অন্য হাতের মুঠোয় আমার ধারালো তরবারি। তোমায় নিয়ে অশ্ব ছোটাই মরুর বুকে দুঃশাহসী কেউ কি আছে আমায় রুখে? ভাঙ্গবো যত আঁধার কালো বাঁধার প্রাচীর, জমাট বাঁধা বরফ ভেঙ্গে হবে চৌচীর। রক্ত গাঙ্গে ভাসবে সকল নষ্ট ঘৃণা ভালোবাসাই সত্য কেবল আর কিছু না। জড়িয়ে ধরি যখন তোমায় তীব্র ভালোবাসায় নিজের ভেতর শ্বাপদ জাগে নিষ্ঠুর এক নেশায়।

কল্পনাতেই কেবল তোমার স্বরব অস্তিত্ব, কল্পনাতেই তোমায় নিয়ে হয়ে যাই উন্মত্ত। বাস্তবে নেই কোথাও তুমি ছিলেও না কোনদিন তুমি নেই তাই বাস্তবতার সবই অর্থহীন। কল্প শেষে আবার যখন বাস্তবতায় ফিরি, তুমিহীনা একা আমি, জীবন যুদ্ধে লড়ি। । -লিখিত @০৫।

১১। ২০১২… ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।