আমাদের কথা খুঁজে নিন

   

কাল্পনিক অভিমান

শারদশশীর অনন্ত অপেক্ষায় তোর চোখের সবুজ রঙ আকাশনীল হয়ে গেলে ঠিক ধরে নিস আমি হারিয়ে গেছি ঘাসেদের দলে...
একটি ক্ষুদ্র প্রচেষ্টা...... কাল্পনিক অভিমান একদিন খুব সকালে দরজা খুলে তুমি বারান্দায় এসে দাঁড়াবে আকাশটা অন্ধকার, ভোরের পাখিরা ডেকে যাচ্ছে নতুন এক ভোর দেখবে তুমি, দেখবে শীতল সূর্য্য শহুরে কোলাহল আর মানুষের ভীড় ছেড়ে কোথায় যেন হারিয়ে যাবে! দৃষ্টি তোমার ছাড়িয়ে যাবে, এই সব কংক্রীটের অট্টালিকা থেকে দূরে, আরও দূরে।। পাখির ডানার মাঝে খুজে পেতেও পারো প্রাণ, হয়ত জেগে উঠবে কোন কাল্পনিক অভিমান তবুও মান ভাঙ্গাতে আমি ফিরবো না, আমার ছায়াও তোমার ওপথ মাড়াবে না।। আমি ফিরবো না কোন পাখির বেশে, নতুন সকাল হয়ে, অথবা- প্রমিথিউসের রথে চড়ে আসব না নিয়ে আগুন আকাশ আমাকে ফেরাতে পারবেনা তোমার গান আমায় স্পর্শ করবেনা তোমার পিছুটান ঘুনাক্ষরেও শুনবো না ঐ কাল্পনিক অভিমান।। ঐ কংক্রীটের শয্যা এখন শুন্য, ম্লান খুজে দেখো, পাখির ডানায় পাবে তুমি প্রাণ প্রতি পথের শেষে শুধুই আমার সন্ধান।। ২৮.০২.২০০৮ © দি ফ্লাইং ডাচম্যান
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।