আমাদের কথা খুঁজে নিন

   

নিজের হৃদয়,চোখ,কান,জিহ্বা সব খেয়ে ফেলেছি নিজেই

আমার লেখা পড়ে.................. পাখাহীন তেলাপোকার পিঠে ভর করে উড়ছে আমাদের জীবন আমরাই উড়িয়েছি যেমন বসন্তকালে উড়াই লাল নীল ঘুড়ি । মাঝে মাঝে রোদ এলে নগর ক্লান্ত ও রাগান্বিত হয় ক্রমাগত কখনও কখনও বৃষ্টি এলে নগর বিষন্ন ও বিরক্ত হয় ক্রমাগত, স্থির চিত্তে আসেনা সমুদ্রের ডাক আয় আয় আয় বন্ধু হবো জীবন এখানে ভিন্ন ভিন্ন রং-এর পুস্তকের বিভিন্ন রং-এর লাইন। ক্রমাগত জেনেছে মানুষ জীবন কেবল দীর্ঘশ্বাসের বাসর ঘর তবুও কাচের চালে জোছনার আয়োজন সোডিয়াম লাইট জ্বেলে চলে যাই আগে আগে, চলে যাই নিজেকে নিয়ে, বলে যাই না কখনও কখনও শিশু মুখের হাসি বা প্রসাধনহীন মুখ বা ক্লান্তি দেখিয়ে দেয় নিজের হৃদয়,চোখ,কান,জিহ্বা সব খেয়ে ফেলেছি নিজেই শুধূ হাত পা দৌড়ে যাচ্ছে নিজের মৃত প্রায় শরীর নিয়ে, প্রতিযোগীতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.