আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার স্বাদ

আমাদের একটা মানুষের সমাজ লাগবে কাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হলে রাত বারোটার সময় এক মিনিটের জন্য বিদ্যুত সরবরাহ বন্ধ করা হয়, কালরাত্রির স্মরণে। এই বিশ্ববিদ্যালয়ে একাত্তরের এই রাতে শুধুএই ইকবাল হলেই ৩০০ ছাত্রকে হত্যা করে পাক বাহিনী। ভাবতে কষ্ট হয় তারপরও এই বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা নিয়মিত চালিয়েছে প্রশাসন, এহেন প্রশাসন নামক বস্তুর পা চাটা গন এখনো দিব্যি আছেন সর্বক্ষেত্রে। স্বাধীনতার অর্থ দারিয়েছিল দারিদ্র থেকে মুক্তি, কুপমন্ডুকতা থেকে মুক্তি। বহুজাতিক সাম্রাজ্যবাদী প্রতিষ্ঠান গুলোর নগ্ন থাবা আমাদের "এই স্বাধীন আমাদের" ক্রমাগত পরজীবী প্রানীতে পরিনত করছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে 'এয়ারটেল' নামক একটিা বহুজাতিক ফোন কোম্পানি আমাদের স্বাধীনতা উদযাপন করবে। পা-চাটা গণ এই রক্তচোষাদের তাদের প্রচারনা চালানোর, আমাদের অনুভুতি নিয়ে ছেলেখেলা করার অনুমতি দেয় এই রক্তস্নাত ক্যাম্পাসে। ধিক্কার জানাই,অসংখ্যবার। ২৬ মার্চের চেতনা আমাদের ঐক্যবদ্ধ লড়াই'র আহ্বান জানায় বারবার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.