আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার মাস কি এটি?

আপনাদের সঙ্গে চলতে পারলে নিজেকে ধন্য মনে করব।

ভাইয়েরা আমার, এ মাস স্বাধীনতার মাস, চেতনার মাস। তবে আমাদের দেশের কিছু মানুষের স্বাধীনতা, বিজয়, স্বীকৃতি এগুলো নিয়ে একটু মান কচু'র মতো চুলকানি আছে। তবে ইচগার্ড লাগাইলে সব ফকফকা হইয়া যাইবো। মাঝে মাঝে এই চুলকানি উপশমের জন্য ডোল মলমও ব্যবহার করা যাইবে।

আমরা পুরো জাতিটাই আসলে দুর্ভাগা। আর না হলে পাকিস্তান তুক্কু গারলস্তানের মতো আমাদের দেশেরও একই অবস্থা হবে কেন? একের পর এক অঘটন, দুর্ঘটনা এসব কিসের আলামত?। মাঝে মধ্যে ভাবি আমরা কি সামনে আগাইতাছি, নাকি যে নালে উৎপত্তি হয়েছি সেই নালে বিনাশ হইতেছি। এমন তো হওয়ার কথা ছিলনা। ভাইয়েরা আমার চলুন আমরা আরেকটু দেশপ্রেম নিয়ে সামনের দিক এগিয়ে যাই।

প্রতিদিন অন্তত একটি ভালো কাজ ও পরামর্শ দেই কাউকে। একা একা ভোগে কোন সুখ নেইরে পাগল। ত্যাগেই প্রকৃত সুখ। সব্বে সত্তা সুখীতা হোন্ত। জগতের সকল প্রাণী সুখী হউক।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.