আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষতার উল্লেখ ছিল না এবং ধর্মনিরপেক্ষতা স্বাধীনতার সময় কোন গুরুত্বপূর্ণ বিষয় ছিলো না--অধ্যাপক আসিফ নজরুল



বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ক্রমবিকাশকালে ধর্মনিরপেক্ষতা কখনো খুব গুরুত্বপূর্ন বিষয় ছিলো না। বঙ্গবন্ধুর ছয় দফা বা সত্তরের নির্বাচনী মেনিফেস্টোতে ধর্মনিরপেক্ষতার উল্লেখ নাই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশের মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার কথা বলা আছে, ধর্মনিরপেক্ষতার কথা নেই।-- আসিফ নজরুল ড: আসিফের এ কথার সাথে খুব একটা দ্বিমত করা যায় না কারণ সত্তরের নির্বাচনে শেখ মুজিবের ভূমিধ্বস বিজয়ের পেছনে ৬ ছয় দফার বিরাট ভূমিকা ছিলো যা শেষপর্যন্ত স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচনা করে।নিচে ৬ দফা দাবী কি কি ছিলো তা দেয়া হলো-- ==The 6 points== #The constitution should provide for a Federation of Pakistan in its true sense based on the [[Lahore Resolution]] and the parliamentary form of government with supremacy of a Legislature directly elected on the basis of universal adult franchise. #The federal government should deal with only two subjects: Defence and Foreign Affairs, and all other residual subjects should be vested in the federating states. #Two separate, but freely convertible currencies for two wings should be introduced; or if this is not feasible, there should be one currency for the whole country, but effective constitutional provisions should be introduced to stop the flight of capital from East to West Pakistan. Furthermore, a separate Banking Reserve should be established and separate fiscal and monetary policy be adopted for East Pakistan. #The power of taxation and revenue collection should be vested in the federating units and the federal centre would have no such power. The federation would be entitled to a share in the state taxes to meet its expenditures. #There should be two separate accounts for the foreign exchange earnings of the two wings; the foreign exchange requirements of the federal government should be met by the two wings equally or in a ratio to be fixed; indigenous products should move free of duty between the two wings, and the constitution should empower the units to establish trade links with foreign countries. #East Pakistan should have a separate militia or paramilitary force. সূত্র: প্রথম আলোর ১২ তারিখের পঞ্চম সংশোধনী রায়: বিতর্ক ও বিভ্রান্তি শীর্ষক কলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.