আমাদের কথা খুঁজে নিন

   

ভারতের অনুকরণ এবং ২৬শে মার্চ

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। ভারতের অনুকরনে এই দেশে অনেক কিছুই গড়ে উঠেছে। এর একটা নমুনা হল রবীন্দ্র সরোবর। কলকাতায় এই নামে একটি সরোবর বানানোর পরে আমাদের দেশের সুশীলদের মনে ঢেঊ খেলে গেলো, এবং তারা আনফিসিয়ালি ধানমন্ডি লেককে ঐ নামে ডাকা শুরু করল। আর নাচুনে কিছু লোক আছেন, তারা মনে করেন যে তিন রঙের "উড়নি" না লাগালে নাচা যায় না, নাচ হয় না তারই রেশ দেখা গেল স্বাধীনতা দিবসের প্রাক্কালে কিছু চেতনাধারীদের মোমবাতি জ্বালানোর অনুষ্ঠানে। ছবিটা দেখুনঃ Click This Link কি বলবেন এই সব অনুকরণকারীদের? দেশের চেতনা নিজেদের মনে প্রতিষ্ঠা না হলে ইনারা কি ভাবে দেশের কাজে আত্মনিয়োগ করবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.