আমাদের কথা খুঁজে নিন

   

হাসিনা আফা মাইন্ড খাইবো নিউজ পইড়া। উনার নামডা বাদ দিসে কেডা ??

চাকাগুলো ঘুরে ঘুরে সাইকেল চলে যায় দুনিয়াজুড়ে হইচই ফেলে দেওয়া সেরা ১২ উদ্যোক্তার তালিকায় উঠে এসেছেন বাংলাদেশের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস। আর এই তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমের প্রভাবশালী ম্যাগাজিন ফরচুন। উদ্ভাবনী ও সৃজনশীল ধারা সৃষ্টি করে যারা ব্যবসা ও উদ্যোগের গতানুগতিক বিষয় পাল্টে দিয়ে দুনিয়াজোড়া খ্যাতি অর্জন করেছেন তারাই কেবল এ তালিকায় স্থান পেয়েছেন। ১২ জনের এ তালিকায় ড. ইউনূস আছেন ১২ নম্বরে। তালিকার এক নম্বরে ‍আছেন তথ্যপ্রযুক্তি জগতের অন্যতম দিকপাল অ্যাপলের প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস।

দুই নম্বরে আছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা উইলিয়াম বিল গেটস। এরপর ক্রমানুসারে আছেন বিশ্বের অন্যতম লজিস্টিকস সেবাদানকারী কোম্পানি ফেডারেল এক্সপ্রেসের (ফেডেক্স) প্রতিষ্ঠাতা ফ্রেডরিক স্মিথ, বিশ্বের অন্যতম স্বাপ্নিক উদ্যোক্তা জেফ বেজোস, অনলাইন সার্চ ইঞ্জিন গুগলের দুই প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন, বিখ্যাত কফি স্টারবাকসের হাওয়ার্ড শুলজ, সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকার বার্গ, হোল ফুডসের প্রতিষ্ঠাতা জন ম্যাকেই, সাউথওয়েস্ট এয়ারলাইনসের হার্ব কেলেহার, ইনফোসিসের নারায়ণ মূর্তি, ওয়াল-মার্ট স্টোরসের স্যাম ওয়ালটন ও বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। - এই নিউজ পইড়া হাসিনা আফা মাইন্ড খাইবো। উনার নামডা এই ১২ জনের মইধ্যে না রাইখা বড়ই বেয়াদবি করসে "যুক্তরাষ্ট্রভিত্তিক টাইমের প্রভাবশালী ম্যাগাজিন ফরচুন। " ফরচুন-এর ফরচুন যে অদূর ভবিষ্যতে খারাপ হইবো তা দিব্য দৃষ্টি দিয়া দেখবার পারতাসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.