আমাদের কথা খুঁজে নিন

   

মঞ্চে দাড়িয়ে বলি- আমি এক মহাসুখী।।

https://www.facebook.com/JelABC কখনো কখনো জীবনটাকে হায়ারগ্লিফিক্স এর শব্দমালা মনে হয়, মনে হয় যেন অ্যামাজনের বনে হাঁটছি আমি একা। মাঝে মাঝে কিছু কিছু ভূল এমন হয়ে যায়, যার কারনে চেনা সুর, চেনা পথ হয়ে যায় অচেনা। প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব মিলাতে গিয়ে- আজ আমি বড্ড ক্লান্ত, সরল অংকের মতো বার বার ভুল হয়ে যায়। আমি কি তবে জীবনের মানে খুঁজে পাই নাই? নাকি জীবনই আমাকে তার অর্থ শিখায়নি? আমি কি আমার আমিকে বুঝিনি? নাকি আমার আমি আমাকে বুঝতে চায়নি? অন্যায় থেকে হেঁটেছি অনেক দূরে- তবু কেন তার কারনে কষ্ট পেতে হয়- আমায় বারে বারে? আমার ভাবনাগুলোকে আমি কি সঠিক ভাবে অন্যকে ভাবাতে পেরেছি? নাকি অন্যের ভাবনাগুলো আমি আমার মাঝে ধারন করে বেড়াচ্ছি! কখনোতো কাউকে দুঃখ দেয়ার সাহস আমার ছিল না তবু কেন তাকে কাছে টেনে আমাকেই দোষী করা হয়? সবাইকে আমি বুঝে চলবো অথচ যখন কারো আমাকে বুঝবার প্রস্তুতি নিতে হয়, তখন ভুলটা কেবল কি আমারি হয়? বুঝিনা কি এই আজব নিয়তি! তবু আছি আমি আজো সুখের মঞ্চে দাড়িয়ে, করে যাচ্ছি অভিনয়, আমি এক মহাসুখি।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।