আমাদের কথা খুঁজে নিন

   

মঞ্চে ফিরছে ‘দ্য টেম্পেস্ট’

এর আগে ২০১৩ সালের ৯ জুন কলকাতার চন্দননগরে রবীন্দ্রভবনে আন্তর্জাতিক নাট্যোৎসবে মঞ্চস্থ হয়েছিল নাটকটি।
নাটকে দেখা যায়, রাজত্ব থেকে নির্বাসনের পর মিলানের অধিপতি প্রসপেরোকে শিশুকন্যা মিরান্ডাসহ সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়া হয়। ভাসতে ভাসতে বহুদূরে এক দ্বীপে গিয়ে আশ্রয় নেয় তারা। দেখতে দেখতে কেটে যায় বার বছর। হঠাৎ একদিন মাঝসমুদ্রে দুর্নিবার ঝড়ের কবলে পড়ে প্রসপেরোর শত্রুপক্ষের জাহাজ।

ভাগ্যের পরিহাসে জাহাজডুবি হয়ে তারা এসে পৌঁছায় সেই একই দ্বীপে। নির্বাসন, প্রতিশোধ, ক্ষমা ও প্রায়শ্চিত্তের সঙ্গে নাটকের উপাদানে যোগ হয় মায়াবিদ্যা ও অতিপ্রাকৃতিক শক্তি।
উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য টেম্পেস্ট’ বাংলায় অনুবাদ ও নাট্যরূপ দিয়েছেন ড. রুবাইয়াৎ আহমেদ। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাসির উদ্দীন ইউসুফ। নাটকের সহযোগী নির্দেশক হিসেবে রয়েছেন শিমূল ইউসুফ।

রুবাইয়াৎর সঙ্গে পাণ্ডুলিপি সম্পাদনা, নাটকের সংগীত পরিচালনা ও কোরিওগ্রাফি করেছেন শিমূল ইউসুফ।




নাটকে ‘প্রসপেরো’ চরিত্রে রুবল লোদী, ‘এরিয়েল’ চরিত্রে শিমূল ইউসুফ, ‘মিরান্ডা’ চরিত্রে এশা ইউসুফ, ‘ক্যালিবান’ চরিত্রে চন্দন চৌধুরী, ‘ফার্দিনান্দ’ চরিত্রে খাইরুল ইসলাম পাখি, ‘ট্রিংকিউলো’ চরিত্রে সামিউন জাহান দোলা, ‘অ্যালোনজো’ চরিত্রে শহীদুজ্জামান সেলিম এবং ‘গনজালো’ চরিত্রে রুবাইয়াৎ আহমেদ অভিনয় করছেন।
নাটকের নির্দেশক নাসির উদ্দিন ইউসুফ গ্লিটজকে বলেন, “নাটকটির আঙ্গিক এবং রীতি সম্পূর্ণ ইউরোপীয়। শেক্সপিয়রের কঠিন কাঠামো ভেঙে বাঙালির ঐতিহ্যবাহী আঙ্গিকে নতুন নাট্যভাষায় তার নাটক মঞ্চে পুনর্নির্মাণ প্রায় দুঃসাধ্য। প্রতিমুহূর্তে নতুন নাট্যভাষা আবিষ্কার এবং প্রয়োগ এই প্রক্রিয়া চলেছে এ নাটককে ঘিরে।

”  
তিনি আরও বলেন, “বিষয়ের দিক থেকে ‘দ্য টেম্পেস্ট’ শেক্সপিয়রের অন্য নাটকগুলো থেকে বেশ ভিন্ন চরিত্রের। শেক্সপিয়রের অধিকাংশ নাটকে হত্যা অবধারিত। কিন্তু এই নাটকে তা অনুপস্থিত। উপনিবেশে নিপীড়ন-নির্যাতন, শৃঙ্খলাবদ্ধ জাতির বেদনা, কষ্ট, ঘৃণা উপলব্ধির একটি চিত্র ‘দ্য টেম্পেস্ট’ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। নির্দেশনার ক্ষেত্রে সেলিম আল দীনের ‘দ্বৈতাদ্বৈতবাদ’ তত্ত্বের সহায়তা নিয়েছি।


‘দ্য টেম্পেস্ট’ ঢাকা থিয়েটারের ৩৬তম প্রযোজনা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।