আমাদের কথা খুঁজে নিন

   

বালিকা

বালিকা ! জান কি তুমি তা ? ভেসে গেছে সব হৃদয়ের ঝড়ে- তোমাকে দেখার পরে। নিভে গেছে কত আলো ! কত সাগরের বুক খালি হল। ঝরে গেছে কত ফুল। শুদ্ধের পৃথিবীতে- হয়ে গেল কত ভুল ! জান কি তুমি তা বালিকা? তুমার তরে কত আরাধনা- মসজিদ, মন্দীরে কত পার্থনা। কত অসহায় কাকুতি মিনতি- কত আবেগ, তোমাতে বিলিন।

কত সময়ের হল অপচয়- ফুসফুসে জমা হল, কত নিকোটিন। কত চাঁপা কান্না, কত নির্ঘুম রাত। স্বপ্ন ভাঙার কত কষ্ট- তোমার তরে কত আর্তনাদ। কত চাতকের নিরুপায় চাহনি, কত লেখকের এলোমেলো কাহিনি। কত কবির অলিখিত কবিতা, তুমি বিহনে কত শুন্যতা।

বালিকা ! জান কী তুমি তা ? (শাহজাহান আহমেদ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।