আমাদের কথা খুঁজে নিন

   

বালিকা ২ (প্রিতমের নতুন একটা গান। "বালিকা তোমার প্রেমের পদ্ম" গানটার সিক্যুয়েল..........

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

গানটা দুইদিন আগে ডাউনলোড করছি।

বের হইছে বেশ কয়েকদিন আগে। সবার সাথে শেয়ার করছি.......... লিরিক্স::: তুমি জানালা খুলে সর্বনাশের হাতে রাখলে হাত, তুমি দস্যি প্রেমের ছলনাতে হলে কুপোকাত; আমি তোমায় দেখি, দেখে আমার বড্ড মায়া হয়; কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়। তুমি জানালা খুলে সর্বনাশের হাতে রাখলে হাত, তুমি দস্যি প্রেমের ছলনাতে হলে কুপোকাত; আমি তোমায় দেখি, দেখে আমার বড্ড মায়া হয়; কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়। তোমার প্রেমেও সাক্ষী ছিল পূর্ণ চন্দ্ররাত, সাহস করে কাপা হাতে রেখেছিলে হাত; তোমার বুকেও সুবাস ছিল হাসনাহেনা’র মতো, ফিসফিসিয়ে কথার জোনাক ফুটতো অবিরত। তোমার প্রেমেও সাক্ষী ছিল পূর্ণ চন্দ্ররাত, সাহস করে কাপা হাতে রেখেছিলে হাত; তোমার বুকেও সুবাস ছিল হাসনাহেনা’র মতো, ফিসফিসিয়ে কথার জোনাক ফুটতো অবিরত।

তোমার সন্ধেবেলায় জানালা খোলাই ছিল চরম ভুল, তোমার মনে ভেতর ফুটেছিল প্রেমের ধুতরা ফুল; আমি তোমায় দেখি, দেখে আমার বড্ড মায়া হয়, কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়। তোমার মনেও ফাগুন ছিল আগুন হাওয়ায় স্নাত, আধার ঘরে উঠতে জ্বলে পূর্ণিমারই মতো; তোমার ঠোটে নিত্যদিনই থাকতো মাতাল ঘ্রাণ, শীত-বসন্ত ছাড়াই হতো মন্ত্রমুগ্ধ প্রাণ। তোমার মনেও ফাগুন ছিল আগুন হাওয়ায় স্নাত, আধার ঘরে উঠতে জ্বলে পূর্ণিমারই মতো; তোমার ঠোটে নিত্যদিনই থাকতো মাতাল ঘ্রাণ, শীত-বসন্ত ছাড়াই হতো মন্ত্রমুগ্ধ প্রাণ। তুমি সুখের খোজে জানালা খুলে করেছিলে ভুল, তাই মনের মধ্যে উঠলো বেড়ে প্রেমের ধুতরা ফুল; আমি তোমায় দেখি দেখে আমার বড্ড মায়া হয়, কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়। তুমি জানালা খুলে সর্বনাশের হাতে রাখলে হাত, তুমি দস্যি প্রেমের ছলনাতে হলে কুপোকাত; আমি তোমায় দেখি দেখে আমার বড্ড মায়া হয়, কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়।

আমি তোমায় দেখি দেখে আমার বড্ড মায়া হয়, কেন ভালবাসার কাব্যগুলো এতো বিষাদময়। ডাউনলোড লিংক:::::::::::: ♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫ আগের গানটা এখানে আছে। বালিকা তোমার প্রেমের পদ্ম দিওনা এমন জনকে......যে ফুলে ফুলে...........♫♫♫

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।