আমাদের কথা খুঁজে নিন

   

হিটলারের ডায়েরিতে চাঞ্চল্যকর তথ্য

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক জঁ মেরি লরেট বলে সেই ফরাসির কথা নিশ্চয়ই মনে আছে সবার। মৃত্যুর আগ পর্যন্ত যিনি দাবি করে গেছেন হিটলারই তার জন্মদাতা পিতা। সেদিন অনেকেই বিশ্বাস করেনি তার কথা। এদিকে সম্প্রতি অপর এক সূত্রে জানা গেছে, প্রথম মহাযুদ্ধ চলাকালে ১৯১৮ সালে সাধারণ একজন করপোরাল হিসেবে ফ্রান্সে দায়িত্ব পালনকালে এক ফরাসি মহিলার গর্ভে এক অবৈধ সন্তানের জন্ম দেন নাৎসি নেতা অ্যাডলফ হিটলার। রাজকীয় বাহিনীর প্রকৌশলী লিওনার্দ উইলকিজের পরিত্যক্ত সরঞ্জামের মধ্যে এতকাল পড়ে থাকা ডায়েরি উদ্ধার করতে গিয়ে জানা গেছে চাঞ্চল্যকর এ তথ্য।

পিতা লিওনার্দের ডায়েরি ঘেঁটে বিষয়টি সম্প্রতি জনসমক্ষে নিয়ে এসেছেন তারই পুত্র ৭২ বছর বয়সী অ্যালান উইলকিজ। ডায়েরিতে শার্লোট লবজোই নামে ওই ফরাসি মহিলার সঙ্গে সাক্ষাতের বিস্তারিত বিবরণ তুলে ধরেন লিওনার্দ। হিটলারের ঔরসে একটি সন্তানের জন্ম দিয়েছেন বলে তার কাছে দাবি করেন শার্লোট। ১৯৪৪ সালের জুনে ডি-ডেতে যেসব সৈনিক নরম্যান্ডিতে প্রথম অবতরণ করে তাদের প্রথম সারির একজন ছিলেন লিওনার্দ। পরে ফ্রান্স মুক্ত করার লক্ষ্যে মিত্রবাহিনীর সঙ্গে জার্মান বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন লড়াইয়ে অংশ নিতে হয় তাকে।

এ সময় সারাক্ষণ বুকপকেটে একটি ডায়েরি সংরক্ষণ করতেন তিনি। ১৯৪৪ সালের ৩০ সেপ্টেম্বরের এন্ট্রিতে তিনি লেখেন, দারুণ এক ঘটনার মুখোমুখি হয়েছি আজ। প্রথম মহাযুদ্ধকালে হিটলার যে বাড়িটিতে থাকতেন সেখানে গেলাম আমরা কয়েকজন। বাড়িটিতে বসবাসরত মহিলা জানালেন, তার গর্ভে একটি সন্তান জন্ম দিয়েছেন হিটলার। শার্লোট নামে ওই মহিলার ভাষ্যে, তাদের ছেলে বড় হয়ে যোগ দিয়েছে ফরাসি সেনাবাহিনীতে।

এখন সে লড়াই করছে তারই পিতার নেতৃত্বাধীন জার্মান সেনাবাহিনীর বিরুদ্ধে। সূত্র ডেইলি মেইল। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.