আমাদের কথা খুঁজে নিন

   

মহামতি হিটলারের শেষ ভাষণ (২য় পর্ব)...................

আমি সেই সব লোকদের পছন্দ করি, যারা চিন্তা করতে পারে,অপেক্ষা করতে পারে এবং বিরত থাকতে পারে।

প্রথম মহাযুদ্ধের বিভীষিকার পর ইংল্যান্ড এবং আমেরিকার বিরুদ্ধে দ্বিতীয় বার যুদ্ধে জড়িয়ে পড়তে আমরা চাইবো কেন? সে শক্তি সত্যিই কি আমাদের ছিল? তবু যখন যুদ্ধ বেধেঁই গেছে, দ্বিতীয় মাহাযুদ্ধের নায়ক যখন আমাকে হতেই হয়েছে,তখন আমরা প্রাণপণ চেষ্টা করেছি জাতীয় মর্যাদা রক্ষা করার জন্য। বিলাস - ব্যসনকে দূরে সরিয়ে রেখেছি। সর্বশক্তি নিয়োগ করেছি জয়লাভে। কিন্তু বেইমান ইহুদি জাতির আন্তর্জাতিক বিশ্বাসঘাতকতা আমাদের সফল হতে দেয়নি।

এই ধ্বংসপ্রাপ্ত বার্লিন নগরী ও পরাজিত জার্মানীর যারা এরপরও বেচেঁ থাকবে, নিশ্চয় তারা ইহুদীবাদ ও তাদের সহযোগীদের অভিসম্পাত দান করবে। মনে মনে ঘৃণা করবে। কারণ আমাদের জাতির এই অভাবিত পরাজয়ের জন্য তারাই দায়ী। বিগত ছয়টি বছরের যুদ্ধে সব কয়টি সেক্টরেই আমরা পরাজিত হইনি। জয়লাভ করেছি প্রায় সর্বত্র।

কিন্তু যখন আমরা পরাজিত হলাম তখনই সব শেষ হয়ে যাচ্ছে না। ইতিহাস নিশ্চয়ই আমাদের পরাজিত জাতি হিসেবে বেঁচে থাকার গৌরবময় ও বীরত্বপূর্ণ সংগ্রামের কথা লেখা থাকবে। আত্নরক্ষার জন্য বার্লিন ছেড়ে অনত্র্য সরে যেতে অনেকেই আমাকে উপদেশ দিচ্ছে। কিন্তু ইতিহাস সৃষ্টিকারী আমার প্রিয় বার্লিন শহর ছেড়ে আমি আত্নরক্ষা করতে পারি না। যদি ও এখন আমি নিশ্চিত যে, শত্রু বাহিনীর প্রচন্ড আক্রমণ প্রতিহট করার ক্ষমতা আমদের নেই।

তাদের মারাত্নক স্বয়ংক্রিয় অস্ত্রের সাংঘাতিক আঘাতে বার্লিন শহরের বিশাল বিশাল ইমারত ধূলিসাৎ হয়ে যাবে। নগরের অভ্যন্তরে আটকা পরে হাজার হাজার নিরীহ নর-নারী, শিশু-বৃদ্ধ,যুবক-যুবতী মৃত্যুবরণ করবে। তবু আমি আত্নসমার্পণ করতে কিংবা প্রাণরক্ষার জন্যে পালাতে চাইনে। আমি চিরদিন তাদের ভাগ্যের সাথে নিজের ভাগ্যকে জড়িয়ে রেখেছি। আজও তাই করতে চাই।

মরতে হয় সবাই একসাথে মরবো। একাকী পালাবো না। সত্যিই যদি শেষ পর্যন্ত বার্লিনের পতন হয়েই যায় এবং আমার আস্তানা রক্ষা করা কঠিন হয়ে পড়ে, তখন আমি সেচ্ছায় মৃত্যুবরণ করবো। নিজের মাথায় গুলি চালাবো, তবু বার্লিন নগরী পরিত্যাগ করবো না। ...................... সমাপ্ত সূত্র: ১।

মাইন ক্যাম্প - এ্যাডলফ হিটলার। ২। মহাযুদ্ধের নায়ক হিটলার - আনিস সিদ্দিকী। ৩। হিটলার- শেখর চন্দ্রগুপ্ত।

৪। বিভিন্ন সময়ের, বিভিন্ন দেশের পত্রিকা। ৫। বিভিন্ন মুভি ৬। গুগল সহ ইন্টানেটের বিভিন্ন সাইট।

ইত্যাদি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.