আমাদের কথা খুঁজে নিন

   

হিটলারের রহস্যময় প্রেম

পরে বলবো

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার নিমর্মতা আজো অনেকের বুকে কাঁপন ধরায়। খোদ জার্মানিতে আজো এডলফ হিটলার একজন ঘৃণীত ব্যক্তি। কিন্তু এটা কি বিশ্বাসযোগ্য যে, এই নির্মম, পিশাচতুল্য মানুষটির জীবনেও ভালোবাসা এসেছিলো। চিরকুমার এই স্বৈরশাসকের অনেকগুলো রহস্যময় ব্যাপারগুলোর মধ্যে একটি হলো তার ভালোবাসা। তার মতো একজন কিলিং মেশিনের জীবনেও যে মানব জীবনের সুকুমার বৃত্তিগুলোর একটি অর্থাৎ প্রেম এসেছিলো এটা বিশ্ববাসীর কাছে প্রকাশ পেয়েছিলো বেশ কিছুদিন আগেই।

কিন্তু তার কথিত প্রেমিকা, যাকে রক্ষিতা বলাই ভালো, সেই ইভা ব্রাউনের সম্পর্কে সবাই বেশি কিছু জানতে পারেননি। কিন্তু ভ্যালেনটাইন ডে উপলক্ষে জার্মানিজুড়ে এই সাবেক লৌহ মানবের ভালোবাসা নিয়ে অনেক কাটাছেঁড়া হয়েছে। আর এ থেকেই বেরিয়ে এসেছে অনেক অজানা তথ্য। ইভা ব্রাউন ছিলেন হিটলারের চেয়ে ২৩ বছরের ছোট। কিন্তু বয়স তাদের ভালোবাসার ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

কিন্তু সেই ভালোবাসাও ছিলো গতানুগতিক ভালোবাসার চেয়ে কিছুটা হলেও ভিন্ন। বিশেষ করে কিছু প্রত্যক্ষদর্শীদের ঘনিষ্ঠ পর্যবেক্ষণ ও সূত্র থেকে জানা যায়, তাদের এই ভালোবাসা ছিলো নিষ্কাম। হিটলার জীবিত থাকতেই এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিলো। এবার তা নিশ্চিত করলেন হিটলারের বাভারিয়ান আল্পসের বাড়ির কেয়ারটেকার হারবার্ট ডোহরিং। তিনি জানান, হিটলার ও ইভা ব্রাউন পাশাপাশি রুমে অনেক রাত যাপন করেছেন।

হিটলার ছিলেন রাত জাগা মানুষ। অনেক রাতে ঘুমাতেন তিনি। আবার উঠতেনও একটু দেরিতে। হিটলার বাড়ির বাইরে গেলে ডোহরিং বিছানা- বালিশ চাদর ইত্যাদি অনেক খুটিয়ে খুটিয়ে লক্ষ্য করেও কোনো যৌন কর্মের ছাপ দেখতে পাননি। অথচ সেটা না হওয়ারও কোনো কারণ ছিলো না।

আর তাই ডোহরিং নিশ্চিত করে বলেছেন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিলো না। তবে হিটলারও একেবারে কামনা-বাসনা মুক্ত ছিলেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তিনি এক স্বর্ণকেশীর প্রেমে একেবারে পাগল হয়ে গিয়েছিলেন। সেই মেয়েটি দুর্ভাগ্যবশতঃ ছিলেন বিবাহিত। কিন্তু হিটলারের নজর পড়লে কি আর রক্ষা আছে? স্বর্ণকেশী ও তার স্বামীকে ধরে আনা হয় হিটলারের বাংকারে।

ততোদিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। বিয়ের আগেই স্বামী স্ত্রী আতœহত্যা করে হিটলারের বিকৃত কামনা চরিতার্থ হতে দেয়নি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.