আমাদের কথা খুঁজে নিন

   

সিকৃবির ইতিহাসে সর্ববৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে একাত্তরের যুদ্ধপরাধীর বিচারের দাবীতে এ পর্যন্ত সবচেয়ে বৃহৎ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানব বন্ধনটির মূল উদ্যোক্তা ছিল আওয়ামীপন্থি শিক্ষক সংগঠন গনতান্ত্রিক শিক্ষক পরিষদ। বেলা ১২টার দিকে প্রশাসন ভবনের সামনের রাস্তা থেকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারে বারটার দিকে এ মানববন্ধনে যোগ দেন সংসদ সদস্য শওকত মোমেন শাজাহান। এর একটু পরেই সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড।

মো: শহীদ উল্লাহ তালুকদার মানববন্ধনে একাত্মতা ঘোষনা করেন। এতে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। মানব বন্ধন শেষে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়। এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বৈরী সম্পর্ক থাকলেও শেষ পর্যন্ত ছাত্রলীগ একই সময়ে একাত্তরের যুদ্ধপরাধীর বিচারের দাবীতে আরেকটি মানববন্ধন কর্মসূচীতে যোগ দিয়েছে।

মানব বন্ধনে আরও যোগ দিয়েছে কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ। বেলা বারটার দিকে মানববন্ধন শুরু হয়ে একটার দিকে তা শেষ হয়। মানববন্ধনের কয়েকটি ছবি: সারা বাংলাদেশের আজ মন খারাপ। তবুও ক্রিকেট বিশ্বের নতুন পরাশক্তি বাংলাদেশ টিম কে বলছি- আমরা শোকাহত, কিন্তু তোদের নিয়ে আজ আমরা গর্বিত। আয় সাকিব বুকে আয়...  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।