আমাদের কথা খুঁজে নিন

   

আন্দোলনে অচল সিকৃবির ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্স অনুষদ

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !! পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনিমেল হাজবেন্ড্রি অনুষদ খোলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে। সকাল সারে নয়টায় ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স ভবনে তালা লাগিয়ে দেয় বিক্ষোভরত শিক্ষার্থীরা । ফলে ভেতরে থাকা শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়ে। বেলা ১১টার দিকে শিক্ষকরা বিক্ষোভরত শিক্ষার্থীদের সাথে আন্দোলনে একাত্মতা ঘোষনা করে। তখন তাদের ভবন থেকে বের হওয়ার সুযোগ করে দেয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। দুপুর একটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাখাওয়াত হোসেনের বিরেূদ্ধে শ্লোগান দিতে থাকে এবং তার পদত্যাগের দাবী জানায়। পরবর্তীতে ক্যাম্পাসের কাঁঠাল তলায় সাখাওয়াত হোসেনের কুশপুত্তিলিকা দাহ করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদের কোন ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।

খোঁজ নিয়ে জানা যায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনিমেল হাজবেন্ড্রি অনুষদ খোলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয়েছে। খলিলুর রহমান ফয়সাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মোবাইল: ০১৭১৭৯৯২০৩০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.