আমাদের কথা খুঁজে নিন

   

নিষ্প্রাণ চবি ক্যাম্পাসে ৭২ ঘন্টা

১৯ মার্চ-সোমবার-সন্ধ্যা ৬-০০টাঃহলের বাইরে থাকা পুলিশ ও ভেতরে থাকা হাউজ় টিউটর কর্তৃক স্ক্যান্ড হয়ে হলে পদধূলি দিয়ে ১০৩ নম্বর ব্যক্তি হিসেবে হলে নিজের রুমে প্রবেশ করলাম। ২০মার্চ-রাত ৯.৩০-জানতে পারলাম,হলে্র বাইরের পুলিশ সদস্যদের ধারণা আমরা হলাম বি-টিম মানে কোন ঝামেলা হলে ব্যাক-আপ দিতে এই দুর্দিনে হলে আসছি ! :p :p :p ২১মার্চ-সকাল-১১.০০--৬-৭ জন মিলে সেন্ট্রাল ফিল্ডে... গেলাম।পুলিশ মামু এসে কয়,"কর্তৃপক্ষের নির্দেশ আছে,এক সাথে ৩ জনের বেশি দেখলেই গ্রেপ্তার করার।"তাই আমরা বিরস বদনে সেখান থেকে চলে গেলাম।ক্যাম্পাস যেন এক জেলখানা। ২২ মার্চ-দুপুর ১.৩০--দুপুরের "জনশূণ্য" শাটল ট্রেনে করে "স্বাভাবিক অবস্থার" ক্যাম্পাস থেকে চলে আসলাম। এই স্ট্যাটাস দেয়ার সময় পর্যন্ত শাহ আমানত হল সিল গালা অবস্থায় আছে।এ থেকে বুঝে নেয়া যায় ক্যাম্পাসের পরিস্থিতি "খুব ভালো" :p :p :p

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।