আমাদের কথা খুঁজে নিন

   

হেফাজতের দফাঃ প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, ইসলামবিরোধী নারীনীতি বন্ধ করতে হবে।

খুব সাধারণ অসচ্ছল পরিবারে আমার জন্ম। শৈশব,কৈশোর পেরিয়ে যৌবন পুরোটাই কাটছে যন্ত্র নগরী ঢাকায়। প্রতিভা ছিল ক্রিকেট খেলায়,তা এখন শুধুই স্মৃতি। প্রতিভা আছে সংগীতে,চর্চা করি গীটার,আর স্বপ্ন দেখি গানওয়ালা হবার। পড়ছি হিসাববিদ্যায়,যদিও আমার আগ্রহের বিষয় দর্শন,যুক্তিব কয়েকটি কথাঃ ১. বাংলাদেশের বৈদেশিক আয়ের সর্বোচ্চ খাত গারমেন্টস শিল্প টিকে আছে কার জন্যে? নারীর জন্যে।

জোব্বা টুপি পড়া হুজুরের জন্যে নয়। ২. প্রতিবছর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিয়ে হাজার ছেলের মাঝে মেধা দিয়ে স্থান করে নেয় কে? নারী। কউমি মাদ্রাসার তোতাপাখির মত আরবি পড়া ছাত্র নয়। ৩. প্রতিবছর একমাত্র মেডিকেল থেকে শুধু গাইনী বিভাগের নারী ডাক্তার কতজন বের হয় জানেন? এরা আপনারই স্ত্রী বা আত্মীয়কে গর্ভপাত করিয়ে আপনার হাতে তুলে দিচ্ছেন ফুটফুটে শিশুটিকে। কোনো জেহাদী ইসলামিস্ট নয়।

৪. প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কতজন নারী প্রকৌশলী বের হয় হিসাব রাখেন? এরা জাতীয় প্রবৃদ্ধিতে GDP তে যে ভুমিকা রাখে তার ১০ ভাগও কি ওই জামাতী/হেফাজতী করতে পারে? ৫. ব্যাংক এর ফ্রন্ট ডেস্ক এ কতজন নারী দক্ষতার সাথে কাজ করছে সে হিসাব রাখেন? পারবেন জোব্বা পড়া হুজুর দিয়া ব্যাংক চালাতে? চালান দেখি। ৬. মানুষ গড়ার কারিগর শিক্ষকতা পেশায় চরমভাবে সফল কে জানেন? নারী। ৭. সন্ধ্যা ৭ টা কিংবা রাত ১০ টার সংবাদে কে আপনাকে খবর পড়ে শুনায় বলেন তো? নারী। পারবেন কউমি মাদ্রাসা থেকে একজন সামিয়া জামান বের করতে? ৮. এসব পেশাগত কাজ শেষ করে এসে আপনারই প্লেটে ভাত তুলে দেয় কে? নারী। ৯. ঘরে বাইরে সবকিছু মেইনটেইন করা প্রকৃত অলরাউন্ডার কে? নারী।

১০. অলরাউন্ডার সে কিভাবে হয়েছে? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছেলেদের সাথে সহবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে লেখাপড়া করে। বোরকা পড়ে নিনজা সেজে মাদ্রাসায় আরবি পড়ে না। ১১. এতই যখন নারী বিদ্বেষ, স্ত্রী হিসেবে একজন শিক্ষিত জীবনসঙ্গী কেন চান? ১২. আপনার আয়ে যখন সংসার চলেনা তখন স্ত্রী কে কেন উপার্জন করতে চাকুরি করান? তখন আপনার হেফাজতী/জামাতী ইসলামিস্ট আপনাকে সাহায্য করেন না? তখন আপনার ফতোয়া কই থাকে? ১৩. পড়ান কেন নিজের মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে,নাচ শেখাতে কেন নিয়ে যান? বোরকা পড়াইয়া নিনজা বানায়া ঘরে বসায় রাখেন না কেন? ১৪. ওইসব ফতোয়াবাজ আল্লামা আর আপনার মত সুবিধাবাদী ইসলামিস্ট এর কাছে নারী শুধুই ঘরের আসবাব, বিছানার অলংকার আর ভোগের বস্তু তাই না? ১৫. আচ্ছা ইসলামী শাসন ব্যাবস্থায় আর নারী দমননীতি তে যদি এতই সব সমাধান থাকতো তাইলে সোমালিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, আফগানিস্তান এর এই অবস্থা কেন কন দেহি? ১৬. শোনেন মিঞা ওইসব ১৪০০ বছর আগের মধ্যযুগীয় ধ্যান ধারনা ভালোলাগে? যান আরব যান। আর যাওয়ার আগে নিজের পরিবারের উপর ইসলামিক ফতোয়া প্রয়োগ করেন,করে আমাদের দেখান আপনে সাচ্চা হেফাজতী ইসলামিস্ট। ১৭. আমার বাংলা কোন ইসলামিস্ট এর বাপের সম্পত্তি না, আমার বাংলা সকল ধর্মের ও অধার্মিকের বাংলা।

এখানে আস্তিক থাকবে, নাস্তিক থাকবে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ও কর্মক্ষেত্রে নারীপুরুষের বিচরণ থাকবে। নারীরা সাদা শাড়ি লাল পাড় পড়ে নববর্ষ করবে, হলুদ পড়ে বসন্ত করবে। রোজা রাখবে, ঈদ এ নতুন কাপড় পড়বে, পুজায় উলুধ্বনি দিবে। রাজনীতি করবে, প্রজন্ম চত্বরে শ্লোগান দিয়ে রাজপথ কাঁপাবে।

উকিল হয়ে রাজাকারের বিচার করবে। পরম মমতায় তার সংসার কে নিজ হাতে গড়বে। প্রেম করবে, প্রিয়জনকে নিয়ে বেইলী রোডে বসে ফুচকা খাবে। ১৮. কি অণ্ডকোষে জ্বালা ধরে? সমাধান দেই- ১৯. ঝান্ডু বাম লাগান। অথবা, ২০. পাকিস্তান(ফাকিস্তান) চলে যান।

জয় বাংলা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.