আমাদের কথা খুঁজে নিন

   

২০১৫ সালের বিশ্বকাপ হবে আমাদের

দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! আমাদের দেশের ক্রিকেটাররা একেকটা সোনার টুকরা। কতই না গালি দেয় আমরা। প্রফেশনালের যুগে কতই না আবেগ নিয়ে খেলে তাই তো একেকজন কান্নায় ভেঙ্গে পড়ল। মাঠে বসে কেঁদে ফেলল আমাদের ছোট্ট ক্যাপ্টেন। আমাদের সুপার ম্যান অনেক কষ্টে চোখের পানি আটকাতে পারল নাহ।

এরা জানে এদের জয় সাধারণ কোন ক্রিকেট জয় নাহ। এদের জয় র‍্যাংকিং একটু আগানো নাহ, এদের জয় শত কষ্টে থাকা ১৬ কোটি মানুষের মুখে হাসি ফুটায়, গোটা জাতিকে এক করে দেয়। তাইতো নিজেদের সবটুকু দেওয়া চেষ্টা করে। তাদের এই কান্না তো গোটা জাতিকে কাদিয়ে দেয়। এই চোখের পানি আমরা বৃথা যেতে দিবো নাহ, এই পানি অনেকদূর নিয়ে যাবে আমাদের।

একে একে হারাতে থাকব ক্রিকেট টিম কে। নিজেদের নিয়ে যেতে পারব অনন্য উচ্চতায়। এই কান্নার পথ ধরে এই সিরিজের পথ ধরে আমরা জিতব ২০১৫ সালের বিশ্বকাপ। অনেকে দ্বিমত পোষণ করবেন, বা হাসতেও পারেন কিন্তু নাহ আমাদের সেই ক্ষমতা হয়ে যাবে। আমাদের সাকিব তখন পৌঁছে যাবে অনন্য উচ্চতায়।

আমাদের তামিম কে সব বোলার বলবে ভয়ংকর। মুশফিক হয়ে উঠবে অনেক পরিণত। রাজ্জাক হবে অভিজ্ঞ, মাশারাফী দুধূর্ষ। নাসির দেখাবে আরো চমক, মাহমুদুল্লাহ হয়ে উঠবে দ্যা ফিনিসার। নাজমুল হয়ে যাবে মাশরাফির পেস সঙ্গী।

রুবেল শফিউল ঝরাবে আগুন। তবে কিছু আকাম্মা প্লেয়ার আছে, এদের কে ঝাটিয়ে ফেলতে হবে জাতীয় দল থেকে, এদের ঘরোয়া ক্রিকেটে নিজেদের কে উন্নতি করতে পারলে ভাবা হবে না হলে নাহ। আমাদের সিনেমা জগতে নায়কের অভাব যে শাহরুখ হতে চায় তাকে ঐ খানে চলে যাওয়ায় ভালো। যে গুরুত্বপূর্ণ সময়ে ৫৬ বলে ১৬ করে তাকে অনুরোধ করব পাড়ায় যেয়ে খ্যাপ খেলতে। আর বোর্ডের কর্মকর্তারা উল্টাপাল্টা কাজ করলে কিছু নাহ কানের নিচে থাপ্পড় লাগিয়ে দিতে হবে।

আজকের হার তো হার নাহ এটাতো শুরু । আগামীকাল থেকে শুরু হবে আমাদের ক্রিকেট জয়ের নতুন ইতিহাস। তারপর একদিন হয়ত অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ হেরে বলে বসব, “ধুস শালা পচা শামুকে পা কাটলাম”। এখন হয়ত এটাকে স্বপ্ন মনে হচ্ছে কিন্তু এই স্বপ্নের বাস্তবায়ন খুব সম্ভব, খুবই সম্ভব। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম কে আমাদের এশিয়া কাপে রানার আপ করার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.