আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট বিশ্বকাপ-২০১৫

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

রাত দুটোয় ঘুমিয়েছিলাম, উঠেছি ভোর সাড়ে ৬টায়। ৪ উইকেটের মাথায় আমাকে খুব বকাবকি করে হাউজমেটরা শপিঙে গেলো।

জানতাম কিছুই হবে না, হয়তো আরেকটা ৫৮ রানের সর্বনিম্ন স্কোর দেখতে হবে। মিরাক্যাল কিছু করে ফেলা অসম্ভব, তবু আশা ছিল, যদি একটা সম্মানজনক স্কোর করতে পারে বাংলাদেশ। কাল সকালে ব্রিটেন, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ইনডিয়াবাসীরা পরস্পরকে কংগ্রাচুলেট করবেন। আমি শুকনো মুখে, করুণ চোখে তাদের দিকে তাকাবো। তাঁরা ভদ্রতাসূচক 'গুড লাক বাংলাদেশ ফর নেক্সট টাইম' বলবেন।

আমি যেন এতো মানুষের ভিড়ে চোখের পানি ধরে রাখতে পারি, এটা কামনা করছি। বাংলাদেশ ২৮৫ রান তাড়া করতে গিয়ে ৭৮ রানে অল আউট হয়ে গেলো। খেলা তো খেলাই, তবু কষ্ট লাগে কেন? কারণ, এ আমার সোনার বাংলা, তার আকাশ বাতাস চিরদিন ভালোবাসি। তার পরাজয় বুকের ভেতর বড্ড কষ্ট দেয়। বাংলাদেশ, ১৬ কোটি মানুষের জননী আমরা তোমায় ভালোবাসি আশায় মরে চাষা।

আমরাও মরতে মরতে ২০১৫ বিশ্বকাপের দিকে তাকিয়ে রইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.