আমাদের কথা খুঁজে নিন

   

নাসির হোসেন- দ্যা আলটিমেট সেনসেশন ফ্রম বাংলাদেশ!!!

দ্যা ব্লগার অলসো..... হি ইজ দ্যা বস!! ড্যাম কেয়ার ব্যাটিং., ইলেকট্রিফাইং ফিল্ডিং...দ্যা আলটিমেট সেনসেশন- নাসির হোসেন। এই পুলাডা বাংলাদেশরে কই লইয়া যায়, হেইডাই দেখমু। ওর অ্যাভারেজ বিলোউ ফরটি। বোলিং করে, কিন্তু ফিল্ডিং এ পুরা জন্টি রোডস। থ্যাংকস নাসির, সাকিব, তামিম এর পর তুমিই আমগো যক্ষের ধন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।