আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমের মজাই আলাদা!!!

wanna know and show everything I can...... হায়!! হায়!!! হায়!!! ডিনারের সময় চলে গেলো? আমিতো এতক্ষন ঘুমাচ্ছিলাম গভীর রাতের ঘুম মনে করে!!! আর আমার রুমমেটও টিভি দেখতে দেখতে হঠাৎ ঘুমে মুগ্ধ!!! তাই আজ রাতে খাবারের সন্ধানে হয়তো হন্যে হয়ে ঘুরতে হবে!!! মাঝে একবার জেগেছিলাম। মনে মনে ভাবলাম এখনোতো বাইরে অন্ধকার!!! আরো একটু না হয় ঘুমানো যাক। যেই ভাবা সেই কাজ!!! ঘড়ি না দেখেই শুরু হলো আবার গোঁ-হারা ঘুম। আহা!!! সে যে কি আরাম!! ঐ দিকে আমার রাজধানীতে আস্তে আস্তে খাদ্য সংকট শুরু হলো!!! তারপরেও দূর্যোগের কোন পাত্তা নেই। হঠাৎ ভূমিকম্পের ধাক্কা!! না, আসল না।

হ্যা, কোন ভূমিকম্প নয়। আমার রুম মেটের সজোরে ঢাক্কা!!! আমার রুম-মেট হাসতে হাসতে বলতে লাগলো, "গেলো" "আজ চলেই গেলো!!!" আমি কিছু দিক হদিস না পেয়ে, রাজধানীর দূর্যোগের খবর পেলাম!!! আজ নাকি আর কোন খাদ্যের যোগান সম্ভব না। কারন সব খাদ্যের গোদাম এতক্ষনে সীলগালা করা হয়েছে। সো!!! কি করা!!! আর এইরকম দূর্যোগের আগে একটা সিগন্যাল রুম-২০১৪ থেকে একটা সংকেত প্রায়ই আসতো। কিন্তু আজ সেই সংকেত আসেনি!!! কেন আসেনি সেই খবর এখনো নেওয়া হয়নি!!! হয়তো সেও গভীর ঘুমের গোঁড়েই আছে এখনো!!! সো!!! কি করা!!! খাদ্যের জন্য আজ রাতে হয়তো পশ্চিমা দেশের কাছে হাত পাততে হবে!!! যদি কোন পশ্চিমা দেশ সাহায্যে এগিয়ে আছে!!! তাই সেই অপেক্ষায় রইলাম।

যদি না কোন সাহায্য এগিয়ে না আছে, তাহলে টিকিট করে পশ্চিমা দেশে যাওয়া লাগবে!!! আপনি জেগে আসেনতো??? যেকোন সময় আপনার বর্ডারে আমরা হাজির হতে পারি!!!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।