আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ দলকে পাকিস্তানের হুমকি!

স্বাধীনতার চেতনা বুকে সদা জাগ্রত ছিলাম, আছি পাকিস্তানে না আসলে ক্ষতি হবে বাংলাদেশেরঃ আশরাফ আগামী এপ্রিলে বাংলাদেশ যদি পাকিস্তান সফরে না যায় তাহলে বাংলাদেশ অনেক ক্ষতিগ্রস্ত হবে। এমন কথাই বললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরাফ। জাকা আশরাফ জানিয়েছেন এপ্রিলে কোনো কারনে বাংলাদেশ যদি তাদের দেশে দল না পাঠায় তাহলে পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যকার সম্পর্কের অবনতি হবে। তিনি আরও জানিয়েছেন মূলত আইসিসির সহ-সভাপতি পদে মোস্তফা কামালকে সমর্থন দেওয়া থেকেই পিসিবির সাথে বিসিবির চুক্তি ছিল যে বাংলাদেশ পাকিস্তানে খেলতে যাবে। সেই সাথে এ কারনেই বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট বিপিএলে ক্রিকেটারদের খেলতে বাংলাদেশে পাঠায় পাকিস্তান।

আশরাফ দাবী করেছেন পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণ করে ইতিবাচক সাড়াই দিয়েছিল বিসিবি। কিন্তু এখন ভারতের কথায় পাকিস্তানে যেতে চাইছে না বাংলাদেশ। আশরাফ বলেন “আমরা চাই বাংলাদেশের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে। আমরা চেয়েছিলাম আমাদের মধ্যে সম্পর্কের আরো উন্নতি হোক। কিন্তু এখন বাংলাদেশ যদি কথা না রাখে তাহলে নিঃসন্দেহে আমাদের মধ্যে সম্পর্কের অবনতি হবে”।

অবশ্য পাকিস্তান বোর্ড প্রধান যতই গলাবাজি করুক না কেন আসল ব্যাপার হল পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খুবই নাজুক। এ কারনেই নিরাপত্তা ইস্যুতে আইসিসির সমর্থন না পাওয়ায় ও সমালোচনায় পড়ায় পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন বিসিবি প্রধান কামাল। সূত্রঃ এইখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.