আমাদের কথা খুঁজে নিন

   

অবেলায় বোধন

অবেলায় বোধন ও বিম্বের সাথে কথোপকথন অনুভবে- অবক্ষয়িত শতচ্ছিন্ন মূল্যবোধের বারান্দায় একাকি পায়চারি করে নিস্পন্দ যুবক আর বোধোদয় আবির্ভাবের প্রার্থনা করে প্রগাঢ় নিমগ্নতায়। জড়োসড়ো হয়ে থাকা নীরব কষ্টগুলোয় আবেগের অপরিসীম মমতাসুধাসম্বলিত ছোঁয়ায় আড়মোড়া ভেঙে দাঁড়ায় বিবেক, আশ্রয় পেয়ে মাথা উঁচোয়। আজ বঞ্চিত যুবকের আত্মগ্লানিতে ঠাসা ডায়েরি তার পূর্ণরূপে বিকশিত হয়, হয়ে ওঠে নারী, হয়ে ওঠে দেবিপ্রতিমার স্নিগ্ধ মুখশ্রীতে অম্লান। তাতেও কি হবে ক্ষণকালের আশ্রিত যুবকের পরিত্রাণ? উত্তর জানা নেই- তবে শীর্ণ চরিত্রের বর্জ্য আজ যে শব্দসমুদ্রের জলোচ্ছাসে তলিয়ে যাবে- তাতে একাত্মতা ঘোষণা করার ফুরসত তো হবে? এইবারে অ্যাফারমেটিভ উত্তর এনে দেয় মানসিক শান্তির বিপুল ঐশ্বর্য।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।