আমাদের কথা খুঁজে নিন

   

শাবাস বাঘারা! অভিনন্দন তোমাদের! অভিনন্দন বাংলাদেশ!

শ্রীলংকাকে হারিয়ে ফাইনালে উঠলো বাংলাদেশ। একথা সবাই স্বীকার করবেন ভারত ও শ্রীলংকাকে ভালো খেলেই হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের সাথে ম্যাচটাও বাংলাদেশ জিততে পারতো কারণ ২১ রানে হারাটা জেতার দরোজা থেকে ফিরে আসা মাত্র। একসময় বলা হতো, বাংলাদেশ ক্রিকেট খেলায় জেতে প্রতিপক্ষের খারাপ খেলার জন্য। এখন নিশ্চয়ই কেউ এরকম বলবেন না।

তবে এই খেলা কয়েকটি বার্তা দিয়েছে ক্রিকেট বিশ্বকে। ১. বাংলাদেশের মতো দলকে আর হেয় জ্ঞান করা সঙ্গত হবে না কারণ এই শামুক এখন আর একবারে পচা নয়, ধারালোও বটে। যে কোনো দলকে হারানোর যোগ্যতা রাখে। ২. ভারতের নাকটা কাটা গেল। কারণ ছোট দল বলে বাংলাদেশকে তারা আমন্ত্রণই জানায় না।

এখন নিশ্চয় একটু সম্মান করতে শিখবে তারা। ৩. ব্যাটিং বোলিং আর ফিল্ডিং সকল ক্ষেত্রেই বাংলাদেশ দল ছিল এ ক্লাস। অতএব ক্রমে ক্রমে বাংলাদেশ বড় হয়ে উঠছে। আমরা আশা করবো ফাইনালে বাংলাদেশ পাকিস্তানকে হারাবে। কারণ বাংলাদেশের ছেলেরা দেশপ্রেমিক ও উদ্দীপ্ত।

এই অভাগা দেশের অভাগা জনগণের জন্য নির্মল আনন্দ তো এই সব তরুণ ক্রিকেটারই দিলেন। পুরো দেশ তো তাদের দিকে তাকিয়ে। নিশ্চয়ই তারা উজাড় করে খেলবেন। তবে খেলার ফলাফল যাই হোক বাংলাদেশ তো জিতে বসে আসে। এক ঢিলে একাধিক পাখি আর মারলো কে? সেতো বাংলাদেশের ছেলেরাই।

শাবাস বাঘারা! অভিনন্দন তোমাদের! অভিনন্দন বাংলাদেশ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.