আমাদের কথা খুঁজে নিন

   

টেস্ট নাকি ওয়ানডে?

ও আচ্ছা এই বিষয়! খারাপ না কিন্তু বাংলাদেশের খেলা সরাসরি মাঠে গিয়ে দেখতে পারিনি এজন্য এখন অনেক দুঃখ হচ্ছে। এরকম একটা খেলা মাঠে গিয়ে দেখলেই পরিপুর্ণ তৃপ্তি পেতাম। লাস্ট যখন মাঠে অর্থাৎ মিরপুর স্টেডিয়ামে খেলা দেখছিলাম । কিছু মজার ঘটনা ঘটেছিল যেগুলো স্টেডিয়ামে না গেলে প্রত্যক্ষ করাই যায় না। বাংলাদেশ আর নিউজিল্যান্ডের মধ্যে টেস্ট খেলা চলছে।

গ্যালারি চার ভাগের এক ভাগ ফাকা। ব্যাটিং এ মুশফিক । আমরা তিন বন্ধু মিলে গ্যালারির দক্ষিণে বসে বসে চিপস চিবুচ্ছি আর কোমল পানীয় খাচ্ছি। হঠাৎই আমাদের সামনে এক মধ্যবয়স্ক লোক দাড়িয়ে চেচাতে লাগল । তার কথা গুলো ছিল এই রকম= এই সালার যে কেন খেলতে আইছে?সালারা মনে হয় আজকে ভাতও খায়নাই।

মাঠ পুরাই খালি । কই একটু উঠাইয়া মারবো তানা গদাটা লইয়া খালি হাক দিতাছে। (পরক্ষণেই আরো চেচিয়ে বললেন মুশফিককে উদ্দেশ্য করে ) ওই বেটা ট্যাবলেটের বাচ্চা উঠাইয়া মার। আমরা সবাই তো তখন হা। আমি বললাম -দাদা কি হয়েছে? লোকটি যেন আরো চেচাবে ভেবে আমি বসে পড়লাম ।

কিন্তু লোকটি চেচালো না । বলল= দেখছেন নি ভাই,এই খেলায় কোন মজা আছে?কই মারব তানা বলার খালি বল করে আর সে খালি খুট খুট কইরা বলারের কাছেই বলটা ফিরাইয়া দেয়,সেই কহন যে একটা চার দেখছি সেইটাই তো ভুইলা গেছি। আমি কিছু বললাম না। চুপ করে থাকলাম । লোকটা অন্যদিকে ফিরতেই আমরা তিন বন্ধু মিলে অনেক হাসলাম।

বেটা আসলে জানেই না যে ম্যাচটা ওয়ান ডে নাকি টেস্ট? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।