আমাদের কথা খুঁজে নিন

   

টেস্ট দল নিয়ে আবারো টেস্ট !

আমাদের হাই প্রোফাইল নির্বাচকরা (সাবেক ৩ অধিনায়ক) দল গঠন নিয়ে নানারকম পরীক্ষা নিরীক্ষা করেই চলেছেন। আজ একে টেস্ট করেন তো কাল ওকে। কাল থেকে শুরু হওয়া টেস্ট দল নিয়েও টেস্টের শেষ নেই। এত দিন ভাবতাম এরা এমন করছেন কেন ? পত্রিকান্তরে প্রকাশিত নানা খবরে বোঝা যাচ্ছে আমাদের বোর্ড সভাপতিই মনে হচ্ছে নাটের গুরু। চট্টগ্রামে তামিম-কাণ্ড তার লেটেস্ট প্রমান।

আজকের সকালের খবর পত্রিকায় মজার একটা সংবাদভাষ্য ছেপেছে। শিরোনাম- '' এবার ব্যাটিংয়ে নেমে পড়ুন বিসিবি বস ! " টেস্ট দলে ''অভিজ্ঞ' আশরাফুল ফিরেছেন। আশির দশকে আমরা কমেন্টেরের ''অভিজ্ঞ রকিবুল"' ( টক শো গরম করা রকিবুল হাসান) নিয়ে মজা করতাম। তিনিও সেই কালে আশরাফুলীয় কারবার করতেন। আশরাফুলের কাজ হলো দল থেকে বাদ পড়লে দেশীয় কোন খেলায় ভালো (!?) একটা ইনিংস খেলে নির্বাচকদের একটা ''শিক্ষা'' দেন।

তারপর জাতীয় দলে ফিরে আগের মতোই খেলেন। এবারও দেশের খেলায় একেবারে ফাটিয়ে দিয়েছেন ! ঢাকা মেট্রোর ( উত্তর না দক্ষিন সেটা লেখেনি কাগজে ) হয়ে ৫ ম্যাচে ৬৮.৭৫ গড়ে ২৭৫ রান করেছেন। সেঞ্চুরী ১টি, হাফ ২টি। জাতীয় দলের হয়ে এর এক তৃতীয়াংশ গড়ে খেললেও এই আগমন-প্রস্থান নাটক করতে হতো না। আশরাফুলকে বাদ দিয়ে ওয়েস্ট ইণ্ডিজের সাথে দলে এসেছিলেন সিডন্স প্রিয় রকিবুল।

তিনি কিছুই উল্টাতে পারেননি বলে এসেছেন সিডন্স অপ্রিয় আশরাফুল। তামিম যে দলে আছেন সেটা যে কোচ স্টুয়ার্ট ল'র কল্যাণে সেটা পেপার পড়লেই বোঝা যায়। নতুন আসা নাসির আর ইলিয়াস সানির ভালো খেলায় উৎসাহিত হয়ে আরেক নতুন নাজিমুদ্দিন এলেন দলে। বাকীদের নিয়ে আর লেবু কচলালাম না। পাকিস্তান যে ফর্মে আছে তাতে এরকম স্পিনিং উইকেট দিলে তিন দিনেই ম্যাচ খতম হয়ে যাবে।

কারণ আফ্রিদী, হাফিজ, আজমলরা তার ফায়দা তুলবেন। ফ্ল্যাট উইকেট দিলেই যে আমাদের ব্যাটসম্যানরা ব্রাডম্যান হয়ে যাবেন তা না। আবার বোলারদের ঝুড়ি ভরে রান-দানের ঝুঁকিও যে নেই তা-ও নয়। তারপরও আমি বোলারদের হয়ে ঝুঁকিটা নিতে চাই। কারণ বোলাররা প্রায় সবসময়ই ভালো করছেন।

১৭৭ রানই যে ব্যাটিং চেজ করে না তাদের নিয়ে ঝুঁকি নেবো কেন ? ফ্ল্যাট উইকেটে কিছু রান তুলতে পারলে বোলাররা ভালো বোলিং করে ম্যাচটা জমিয়ে তুলতে পারবেন। এখন দেখি মাঠে কি হয় ? টেস্ট দল মুশফিকুর রহিম(অধিনায়ক), মাহমুদুল্লাহ (সহঅধিনায়ক), তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাঈম ইসলাম, নাসির হোসেন, রুবেল হোসেন, নাজমুল হোসেন, ইলিয়াস সানি, শাহাদাত হোসেন, সোহরাওয়ার্দী শুভ, রবিউল ইসলাম, নাজিমুদ্দিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।