আমাদের কথা খুঁজে নিন

   

টেস্ট ক্রিকেটের জন্মদিন, আবুল হোসেনের বোলিং অ্যাভারেজ, আগামীকালের কলম্বো টেস্ট এবং ইউরোপিয়ান ফুটবলের কঁচড়া।

১। আজ টেস্ট ক্রিকেটের ১৩৬ তম জন্মদিন। ১৮৭৭ সালে আজকের দিনে অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের মধ্যকার টেস্ট দিয়েই জন্ম হয়েছিলো টেস্ট ক্রিকেটের। অস্ট্রেলিয়া ম্যাচটা জিতেছিলো ৪৫ রানে। সেই শুরু।

এরপর সংখ্যা গুলোই কেবল বেড়ে চলেছে, বয়স বাড়েনি। ১৩৬ বছর পেরিয়ে গেছে তবু একটুও বুড়ো হয়নি টেস্ট ক্রিকেট। টি২০ এসে হাঁকিয়ে বলে গেছে, ধুশ্শালা মরবি কবে? কিসের কী, টেস্ট ক্রিকেটকে এখন বরং সদ্য একুশ পেরোনো তরুণীর মত লাগে! ২। টেস্ট ক্রিকেটের ১৩৬ তম জন্মদিনে আবুল হোসেনের ব্যাটিং গড়টাও ১৩৬। মিরাকল হ্যাপেনস।

বাই দ্যা ওয়ে, যারা আবুল হোসেনের ব্যাটিং গড় নিয়ে উল্লোসিত হই তারা অনেকেই জানি না ওর বোলিং গড় ২৭০! ব্রাডম্যানের রেকর্ড ভাঙার মত এটা দিয়েও কোনো অখ্যাত বোলারের রেকর্ড এই মুহূর্তে ভেঙে বসে আছে কি-না কে জানে! বোলিং অ্যাভারেজ নিয়েও একটা মজা আছে। ইংল্যান্ডের নেলসন হর্ণবি, উইলফ্রেড বারবার এবং নিউজিল্যান্ডের ব্রুস মারের বোলিং অ্যাভারেজ 'শূন্য'। এই তিনজনই জীবনে একটি করেই উইকেট পেয়েছে এবং কোনো রান না দিয়েই! ইংল্যান্ডের জর্জ লহম্যানের বোলিং অ্যাভারেজ সর্বনিম্ন ধরা হয় যারা কমপক্ষে ১০০ ওভার করেছে তাদের মধ্যে। তার অ্যাভারেজ ১০.৭৫। উইকেট সংখ্যা ১১২।

৩। অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্যাপ্টেন হিসেবে প্রথম টেস্ট ড্র করার পর হতাশায় সংবাদ সম্মেলনে গলে এর পিচ সম্পর্কে বলেছে, 'Absolutely a road'. আগামীকাল খেলা কলম্বোর প্রেমাদাসাতে। অতীতের অভিজ্ঞতা বলে, প্রেমাদাসাতে প্রথম দু'দিন পেসারদের বাড়তি সাহায্য পেতেই দেখি। আর শ্রীলংকা সিরিজ জিততে স্পোর্টিং পিচ রেডি করে রাখবে এ বিষয়ে সন্দেহ নেই। আর পেস সহায়ক উইকেট বানানোর সম্ভাবনাই বেশি।

তারা জানে মেন্ডিস-হেরাথের সাথে সোহাগ-রাজ্জাকের ব্যবধান তেমন না। সুতরাং আবুল-শাহাদাতের বিপরীতে কুলাসেকারা-এরাঙ্গাকে দিয়েই ফয়দা লুটার চেষ্টা চালাবে বলেই মনে হয়। পিচ বেশি পেস সহায়ক হলে মেন্ডিসের জায়গায় ভেলেগেদারা বা লাকমলও ঢুকে যেতে পারে একাদশে। ঢের কঠিন টেস্ট হতে যাচ্ছে। ৪।

চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের ড্র হয়ে গেছে। জিভে জল আনা ম্যাচ হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ বনাম জুভেন্টাস। বার্সেলোনার প্রতিপক্ষ ফরাসি তেলের খনি পিএসজি। ন্যূ ক্যাম্পে রি-ইউনিয়ন হতে যাচ্ছে সাবেক বার্সা ফরোয়ার্ড ইব্রাহিমোভিচ এবং লেফট ব্যাক ম্যাক্সওয়েলের। রিয়াল মাদ্রিদ পেয়েছে তুলনামূলক সবচেয়ে সহজ প্রতিপক্ষ; তুরস্কের গ্যালাতাসারে।

সান্তিয়াগো বার্নাব্যুতে রি-ইউনিয়ন হতে যাচ্ছে সাবেক মাদ্রিদ মিডফিল্ডার স্নাইডার এবং আল্টিনটপের। আরেকটা ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ মালাগা, অ্যা স্প্যানিশ স্কিল ভার্সেস জার্মান পাসিং গেম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।