আমাদের কথা খুঁজে নিন

   

মেমোরি টেস্ট! মেমোরি টেস্ট!! মেমোরি টেস্ট!!! সময়-২০ মিনিট

বিদায় - পথের নয়, পথিকের...
এ পর্যন্ত আলোচিত পর্ব গুলো - পর্বঃ ১- লিংক সিস্টেম বা গিট্টু পদ্ধতি পর্বঃ২- পেগ সিস্টেম বা গজাল পদ্ধতি পর্বঃ৩ - ভিজুয়াল মেমোরি সিস্টেম আপনারা যারা মেমোরি প্রশিক্ষনের ক্লাস গুলা করছেন আর করেন নাই, এই টেস্টে সবাই অংশগ্রহণ করতে পারবেন, এই টেস্ট ইনটারন্যাশনাল কুন ভ্যাজাল নাইক্কা এখন আপনাদের একটা সংক্ষিপ্ত বর্ণনা বা ব্রীফ দেবার প্রয়োজনবোধ করছি... এই টেস্টের জন্য আপনার ব্রাউসারে ফ্লাস ৭ থাকতে হবে। এই টেস্টটি বিবিসি দ্বারা পরিচালিত এবং আপনাদের দেয়া ডাটা এডিনবরা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টদের রিসার্চে সহায়তা করবে, এবং একই সাথে আপনার মেমোরি সম্পর্কেও আপনি জানতে পারবেন... সতর্কতা : এর কোন অংশ ভূলেও স্ক্রিন গ্রাব বা এমন কোন এড-ওন দিয়ে স্ক্রিন সট নিতে যাবেন না, তাহলে যতদূর আসছেন আবার প্রথম থেকে টেস্ট শুরু করা লাগবে অর্থাৎ টেস্ট প্রোগামটি রিস্টার্ট করবে, আপনি যদি স্ক্রিন সট নিতে চান তাহলে আমি আপনাকে সাজেশন করব কি-বোর্ডের PrintScreenSysRq কি টি ব্যাবহার করে ফটোশপ বা পেইন্টে পেস্ট করে স্ক্রিন শট নিবেন এবং অবশ্যই এখানে সবার সাথে শেয়ার করবেন আশা করি। এটি ২০ মিনিট ব্যাপি একটি টেস্ট তাই আপনাকে সময় নিয়ে ভাবতে হবে না। যারা মেমোরি প্রশিক্ষনের পর্ব গুলো ঠিকমতো পড়েছেন, তারা সাধারনের থেকে বেশি পারবেন এটাই স্বাভাবিক। নিজেকে পরীক্ষার জন্য টেস্টটি সবার দেয়া উচিত বলে আমি মনে করি। টেস্টের পরে সবার রেজাল্টের প্রত্যাশায় রইলাম। মেমোরি টেস্টের জন্য: Click This Link এখানে ক্লিক করার পর আপনাকে একটু অপেক্ষা করতে হবে...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.