আমাদের কথা খুঁজে নিন

   

আমার মৃত্যুতে

ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে খুব পছন্দ করি। একটু বড় হয়ে এর সাথে যুক্ত হ’লো পড়া ও লেখালেখি, তারপর ফোটগ্রাফি। আমার মৃত্যুতে জানি একটি পাতাও খসে পড়বে না পৃথিবীর কোনো গাছ থেকে একটি পোকাও তার পাখা নাড়া থামাবে না সামান্য শোকে আমার জীবন মহা সময়ের অগোচর অর্থহীন ক্ষণ নিরানন্দ নিরানন্দ...নিরর্থক জীবন যাপন। অথচ নিজেকে নিজে কী প্রচণ্ড ভালোবাসি! আকাশ নক্ষত্র মহাসমুদ্র সাধ্যহীন উপমায় অতলান্ত অসীমতা ধরে না ব্রহ্মাণ্ড তার দোর্দণ্ড ব্রহ্মত্বে, তবু কী হীনতায় বেঁচে আছি সারাক্ষণ...আহা! আমার মৃত্যুতে এক ফোঁটা বৃষ্টিও থামবে না ধারাপাত থেকে। সময়ের অগোচর প্রতি পল অনুপলে সামান্য জীবন অতলান্ত অনুষঙ্গে নেহাত শিশির ফোঁটা তবু কী বিশাল! নিমেষে আলোকবর্ষ লাফিয়ে পেরোতে চায় সমস্ত সূর্যের অকল্প উজ্জ্বলতাকে শুষে নিয়ে স্থির আমিই পৃথিবী, এই চাঁদ-সূর্য, নক্ষত্র বাতাস আমার মৃত্যুতে সব ধ্বংস হয়ে যাবে যত দিন বেঁচে আছি পৃথিবীতে আমিই একমাত্র সত্য তার চেয়ে বড় সত্য নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.