আমাদের কথা খুঁজে নিন

   

আশার মৃত্যুতে

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
তোমারি জন্যে বসিয়া আছি এই মহাসিন্ধু পারে, আসিবে তুমি সেই আশা বুকে ডাকিয়া লইবে মোরে। তোমারি কথার পরশন পেতে মনেতে কত ব্যাকুলতা, ব্যাকুলতা মাঝে প্রকাশিতে চায় প্রাণের শত আকুলতা। বুকেরও গহীন সমুদ্রতলে খেলে খেলে যায় কথা, তুমিতো জানো না ওগো নীল নয়না, এ বুকে কত ব্যথা। যদি জানিতে তবে কি পারিতে..? এভাবে ছাড়িতে মোরে, আঁধারের জলে ধুকে ধুকে আজ শেষ হওয়া চিরতরে।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।