আমাদের কথা খুঁজে নিন

   

দালালদের পিছে গদাম

একটা সুন্দর গোধুলী ,আর অল্প একটু সময় বাকি পাক-ভারত ম্যাচে ভারতীয় সমর্থকদের ভারতকে সাপোর্ট করার যুক্তি ছিল এইরকম- "বাংলাদেশ শ্রীলংকাকে হারিয়ে যোগ্য দল হিসেবে ফাইনাল খেলবে।" এখন আমার প্রশ্ন হচ্ছে- তাদের কাছে কি গায়েবি ওহী নাযিল হইসে যে বাংলাদেশ জিতবেই?? ভারত হারলে কাল বাংলাদেশ হেরে গেলেও (আল্লাহ না করুক) একটা সুযোগ থাকত!! এখন মমতা দিদি'র ভাতার গোষ্ঠীর কাছে আমার প্রশ্ন তারা কি এইদিক ভেবে গতকাল খেলা দেখে চিৎকার করে গলা ভাঙছে কিনা!! সহজ জবাব- তারা ভেবেছে, "আগে আমার দাদারা জিতুক, নিজের দেশের খেলা তো পরশু, পরে ভাববো।" এরা ভেবে রেখেছে বাংলাদেশ ফাইনালে না উঠলে তো আমার দাদারাই উঠছে... টিভির সামনে নাচন-কুঁদন তো আর মিস হচ্ছে না!! যোগ্যতর দল হিসেবে বাংলাদেশ ফাইনালে খেলবে--- এই যুক্তির জবাব হচ্ছে যে, আমাদের (যারা নিজের দেশের সুবিধার কথা ভাবি) বাংলাদেশ তোমাদের দাদা বাহিনীকে হারিয়ে যোগ্যতার প্রমাণ দিয়েছে। শুনতে বা ভাবতে কষ্ট লাগলেও এইটাই সত্যি!!! আর খাঁটি পাকিস্তান সমর্থকদের বলি--- তোরা কবে শেষবার ভারতকে হারাইছিস মনে করতে হলে গুগল সার্চ দিতে হবে!! লজ্জা করে না কালকে এতো রান করেও হেরে গেলি, লজ্জা করে না নিজেদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী ভাবতে??? সর্বশেষ কথা- আমার কাছের মানুষজনেরা জানে আমি ভারত- পাকিস্তান কোন দলেরই সাপোর্ট করি না!! শুধু কালকের ভারতীয় দালালদের কথাবার্তা আর পাকিস্তান কুতকুত দলের পারফরম্যান্স দেখে কিছুতেই মেজাজ ঠিক রাখতে পারতেসি না!! :@ :@


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।