আমাদের কথা খুঁজে নিন

   

দালালদের বয়ান

সৃজনশীল সাহিত্যের শৈল্পিক প্রয়াসে নিমগ্ন একজন প্রকাশক

আবার সাকা চৌধুরী! আবার জাতীয় শোক দিবস নিয়ে কটাক্ষ! আমি যতদুর জানি রাষ্ট্রদ্রোহীতার মামলায় সাকা চৌধুরী ওয়ারেন্টেড আসামী। একজন ওয়ারেন্টেড আসামী কি করে জাতীয় প্রেস ক্লাবের মতো জায়গায় বসে প্রকাশ্য দিবালোকে মিডিয়াতে এ ধরনের বক্তব্য দিতে পারে! পুলিশের খাতায় কি তবে সাকা চৌধুরী পলাতক!! গতকাল ১৫ আগষ্ট নিয়ে আবার তার বয়ান শুনলাম। মূর্খ্য, অপদার্থ, নির্লজ্জ জাতিকে তিনি যেন নতুন করে নসিহত করলেন। ৭১-এ ও এমন হয়েছিল। সাকার মতো অসংখ্য দেশ প্রেমিক (!!!) তখনকার সাড়ে সাত কোটি বুদ্ধিহীন বাঙালীকে পেয়ারা পাকিস্তানের অখন্ডতা রক্ষার জন্য নসিহত করেছিলেন।

৭১ এর দালালদের নিয়ে একটি বিশেষ কাজ করতে গিয়ে সেই সব মহান বাণী জানতে পারলাম। তাই হঠাৎ মনে হলো সেই বাণী, বয়ান বা নসিহত তুলে ধরি, যা ৭১ এর বাঙালী বুঝতে পারেনি! ২০০৯ সালের বাঙালীরা কি ভাবছেন? দালালদের বাণী ০১.সার্বভৌমত্বের ওপর অন্য দেশের হস্তক্ষেপ বরদাস্ত করব না। - নূরুল আমীন ০২. শেখ মুজিব ও তাঁর বেআইনী ঘোষিত আওয়ামী লীগের ৬-দফা পূর্ব পাকিস্তানের সরলপ্রাণ জনসাধারণকে ধোঁকা দেয়া ছাড়া আর কিছু না। - খান. এ. সবুর ০৩. পূর্ব পাকিস্তানী মুসলমানদিগকে পুনরায় ব্রাক্ষণ্য সাম্রাজ্যবাদের ক্রীতদাসে পরিনত করার হীন ষড়যন্ত্র আজ ধীমান জনগণের নিকট সুস্পষ্ট। - মওলবী ফরিদ আহমদ ০৪. পূর্ব পাকিস্তান দেশের ঐক্য বিনষ্ট করতে চাহে না।

- হামিদুল হক ০৫. সশস্ত্র বাহিনী দেশপ্রেমিকদের সার্বিক সহযোগিতার দাবী রাখে। - মাহমুদ আলী ০৬. ভারতের সাম্রাজ্যবাদী মতলবের বিরুদ্ধে রুখিয়া দাঁড়ান। - ফরিদ উদ্দিন সিদ্দিকী ০৭. পূর্ব পাকিস্তানের জনগণ দেশের সার্বভৌমত্ব নিয়ে সাম্রাজ্যবাদী ভারতকে ছিনিমিনি খেলতে দেবেনা। - অধ্যাপক গোলাম আযম ০৮. পূর্ব পাকিস্তানের জনগণ স্বায়ত্তশাসনের পক্ষে ভোট দিয়েছিলো, তারা পৃথক ও স্বাধীন বাঙলা দেশের পক্ষে ভোট দেয়নি। - মাওলানা নুরুজ্জামান ০৯. সমাজবিরোধী ও রাষ্ট্রবিরোধী ব্যাক্তিদেও প্রতিহত করুন।

- এ.এস.এম. সোলায়মান। ১০. আওয়ামী লীগ ভারতের পক্ষেই কাজ করছিল। - কাজী আবদুল কাদের ১১. তথাকথিত স্বাধীন বাংলা আন্দোলন পূর্ব পাকিস্তানের জনগণকে চিরতরে গোলামে পরিনত করার জঘন্য ষড়যন্ত ছাড়া আর কিছুই না। - মতিউর রহমান নিজামী ১২. আমাদের প্রিয় দেশ পাকিস্তানকে ধ্বংস হতে দিতে পারিনা এবং দেশের সংহতির ব্যাপারে আমরা কোন পক্ষ হতে পারি না। - এ.কে.ফয়জুল হক চলবে.....



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।