আমাদের কথা খুঁজে নিন

   

দালালদের বয়ান-০৩

সৃজনশীল সাহিত্যের শৈল্পিক প্রয়াসে নিমগ্ন একজন প্রকাশক

০১.মাতৃভূমির প্রতি ইঞ্চি ভূমি রক্ষার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান। - কে. জি. করিম (১৮ এপ্রিল ১৯৭১) ০২. সামরিক বাহিনীকে পূর্ণ সহযোগীতার আশ্বাস। - ফজলুল কাদের চৌধুরী (২০ এপ্রিল ১৯৭১) ০৩ ভারতীয় চক্রান্ত নস্যাৎ করতে প্রদেশবাসী সংকল্পবদ্ধ। - খলিলুর রহমান (২০ এপ্রিল ১৯৭১) ০৪.পূর্ব পাকিস্তানে সামরিক ব্যবস্থা ছাড়া উপায় ছিলনা। - বেগম আখতার সোলায়মান (২২ এপ্রিল ১৯৭১) ০৫ পাকিস্তানের মুসলমানরা দেশকে রক্ষা করতে শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত।

- মাওলানা আবদুল রাজ্জাক (২৬ এপ্রিল ১৯৭১) ০৬. ভারতীয় হীন চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হইন। - ফজলুল কাদের চৌধুরী (২৯ এপ্রিল ১৯৭১) ০৭. ছাত্র সমাজের মধ্যে ইসলাম ও পাকিস্তানের প্রতি অনুরাগ সৃষ্টির উদ্দেশ্যে সিলেবাস পরিবর্তন করা উচিত। - অধ্যাপক মোহাম্মদ ওসমান রমজ (২৯ এপ্রিল ১৯৭১) ০৮. সশস্ত্র বাহিনীকে সাহায্য করুন। - শাহ আজিজুর রহমান ( ৪ মে ১৯৭১) ০৯. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান বিজ্ঞজনোচিত ভাবে বিচ্ছিন্ন ও ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করেছেন। - কামাল হোসেন ( ৮ মে ১৯৭১) ১০. পূর্ব পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সমাধানের প্রশ্নই ওঠেনা।

-নূরুল আমীন ( ১৩ মে ১৯৭১) ১১. পূর্ব পাকিস্তান কখনোই ভারতের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হইবে না। - এ. মতিন ( ১৫ মে ১৯৭১) ১২. সেনাবাহিনীর উপস্থিতির ফলে দেশপ্রেমিক জনগনের জীবন রক্ষা পাইয়াছে। - এ.কে. এম. মজিবুল হক ( ৪ মে ১৯৭১) ১৩. ভারতীয় প্রচারণার জবাবে পূর্ব পাকিস্তানের নেতৃস্থানীয় ব্যাক্তিরা বিদেশ সফরের জন্য প্রস্তুত। - মওলবী ফরিদ আহমদ ( ১৭ মে ১৯৭১) ১৪. পাকিস্তানের সংহতি রক্ষায় জনগণ বদ্ধপরিকর। - এ.মুতালিব আখন্দ ( ১৭ মে ১৯৭১) চলবে...



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।