আমাদের কথা খুঁজে নিন

   

বীরাঙ্গনা গাঁথা ২

ভালোবাসায় ঈশ্বর .. ভালোবাসায় তুমি .. ভালোবাসায় আমি .. ভালোবাসায় অন্য সবাই... শুধু জেনো ..ভালোবাসায় ভালোবাসা জয়িতাকে নিয়ে আজ আমি এসেছি সেখানটায়... যেখানে বন্দি শিবিরে জয়িতার ভ্রুন বেড়ে উঠেছিলো আমার শরীরে ! এখানে এলে আমার আত্মার গভীরে যে রক্তক্ষরণ হবে , কষ্টের নোনা অভিমান ক্রোধে ফুঁসে উঠবে তা কি জয়িতা দেখতে পাবে ? আমি কি পারবো জয়িতাকে শান্ত করতে ? জয়িতার নষ্ট জন্মের লজ্জায় রাঙা হয়েছে পতাকার লাল রঙ । বিনিময়ে কিছুই নয় , বেঁচে থাকো স্বদেশ আমার মাথা উঁচু করে । আমার নীল কষ্ট ধুয়ে গেছে পতাকার লাল সবুজ রঙ এ । আমার অশুচিতা ধুইয়ে দিয়েছে সবুজ ঘাসের শিশির । আমার আর কিসের দুঃখ ?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।