আমাদের কথা খুঁজে নিন

   

আমি বীরাঙ্গনা বোলছি।

আমি বই পড়তে খুব পছন্দ করি এবং পছন্দ করি সেগুলো নিয়ে আলোচনা করতে। তাই কারো যদি কোন বই ভাল লাগে বা নতুন কোন বইয়ের খবর যদি কেউ জানেন তবে আমাকে বললে আমার খুব ভাল লাগবে।

আমি অনেকদিন থেকেই 'আমি বীরাঙ্গনা বোলছি' বইটা খুজছিলাম। কয়েকদিন আগে আমার চাচা আমাকে বইটা দিয়ে বলেছিলেন 'সাহস আছে পড়তে পারবে? আমি ছোট থাকটে পড়েছিলাম এখন আমিও সাহস করি না পড়ার"। আমি চাচাকে বলেছিলাম 'আবশ্যে পাড়বো আমি অনেক বীরাঙ্গ্নার কাহিনী পড়েছি'। কিন্তু আমি তখনও জানতাম না এই বই পড়ে আমার কি অবস্থা হতে পারে। আমি শুধু সব বই এ বীরাঙ্গনাদের উপর আত্যাচারের কাহিনি পড়েছি, কিন্তু পরবর্তিতে তাদের সাথে কি করা হয়েছিল তা এই বই থেকেই জানতে পারি। উফফফফফফফ..... কি যে কেদছি আর রাগে গরগর করে কপেছি। আমি কনভাবেই তাদের উপর হয়ে যাওয়া এ সব আবিচার মেনে নিতে পারছিলাম না এবং পারবও না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।