আমাদের কথা খুঁজে নিন

   

মহান ও পবিত্র সংসদকে যারা অশ্লীল, অশ্রাব্য ও অশালীন বাক্যবানে অপবিত্র করে তাদের বয়কট করুন

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি অনেক রক্ত আর মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, একটি লাল সবুজের পতাকা আর আমাদের মহান পবিত্র সংসদ। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের চাওয়া পাওয়ার কথা বলার জন্য তাদের ভোটে নির্বাচিত হয়ে যে সকল সাংসদ সংসদে যাবার যোগ্যতা অর্জণ করে তারা নিশ্চয়ই জনগণের চেয়ে উত্তম চরিত্র ও জ্ঞানের অধিকারী। কিন্তু সংসদে যখন তাদের অশালীন, অশ্লীল ও অশ্রাব্য বাক্যবানে সেই জনগণকে হতাশ ও বেদনাদায়ক করার পাশাপাশি তাদেরকে রাজনীতি বিমুখ করে। পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি বলেছেন, সংসদে গতকাল যে ভাষা প্রয়োগ করা হয়েছে সে ভাষা নিষিদ্ধ পল্লীতেও চলে না। আমার মনে হয় সংসদের গতকালের অশ্লীল ও অশালীন ভাষা নিষিদ্ধ পল্লীর সাথে তুলনা করলে নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের অবমাননা করা হবে।

অথচ সেই অশ্লীল ভাষা গতকালের সংসদে ব্যবহার হয়েছে অবলীলাক্রমে। শুধু সেখানেই শেষ নয় অশ্লীল ভাষা ব্যবহারকারীকে দলীয় নেত্রীরা টেবিল চাপড়ে নিষিদ্ধ ভাষা ও বক্তাকে উত্সাহ করা হয়। যারা জনগণের ম্যাণ্ডেট নিয়ে আজ তাদের আশা আকাংখার প্রতিফলন না ঘটিয়ে মহান সংসদকে অপবিত্র করছেন তাদের স্মরণ রাখা কর্তব্য যে "এই দিন দিন নয় আরো দিন আছে"। জনগন আপনাদের কাছ থেকে যা আশা করে তা যদি তাদের দিতে না পারেন, তাদের কথা যদি মহান সংসদে তুলে ধরতে অক্ষম হন তা হলে অচিরেই আপনাদের তারা বয়কট করবে। আপনারা নিপতিত হবেন আস্তাকুড়ে।

সেখান থেকে আপনাদের টেনে তুলতে কাউকে সাথে পাবেন না যারা আজ আপনাদের উত্সাহ দিচ্ছে। সুতরাং সময় থাকতে জনগণের কথা ভাবুন, প্রতিশ্রুতি রক্ষা করতে সচেষ্ট হোন। মনে রাখবেন রাজনীতিবীদরা ভুল করলেও জনগণ ভুল করেনা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.