আমাদের কথা খুঁজে নিন

   

আজিব তো ! আমার একলাই মাসে লাগে ৪০০০টাকা আর ওরা ওদের পরিবার নিয়া ৩০০০টাকায় চলব ক্যামনে ? আমাগো মহান মহান ব্যাবসায়ী নেতাগো মাথায় ঢুকে না ?

আমি সপ্নবিলাসী নই , নই নিয়তির কাছে নিজেকে সঁপে দেয়া কোন কাপুরুষ । ত্যাগের রঙে রাঙাবো আমার প্রত্যাশা , সোনালী সফলতার সাথে কিছু অবিমিশ্র আবেশ , তাতে মন্দ কী !...

আজিব তো ! আমার একলাই খরচ করতে হয় ৪০০০টাকা আর ওরা ওদের পরিবার নিয়া ৩০০০টাকায় চলব ক্যামনে ? আমাগো মহান মহান ব্যাবসায়ী নেতাগো মাথায় ঢুকে না ? রক্তচোষার মতো সারাদিন খাটিয়ে ও ওরা ন্যায্য পাওনাটাই দিতে চায় না । সরকার কী শুধু মালিকদের জন্যই এই নিপীড়িত মানুষ গুলোর জন্য কিছুই করবে না । ঢাকা, ২৮ জুলাই (আরটিএনএন ডটনেট)-- নূন্যতম মজুরি বোর্ড প্রস্তাবিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান করে আগামী ১ আগস্ট ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম। বুধবার তোপখানা সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেন ফোরামের সভাপতি মোশরেফা মিশু।

তিনি বলেন, ঘোষিত মজুরি কাটামো আমাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। রুটিরুজি নিয়ে সরকার সাধারণ শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিক সদস্যদেরকে দালাল আখ্যায়িত করে মোশরেফা মিশু বলেন , কতিপয় শ্রমিক নেতা শ্রমিকদের দাবি- দাওয়া পূরণের বদলে সরকরের দালালি করছে। তাই এদেশের ২০ লাখ পোশাক শ্রমিক তাদেরকে প্রত্যাখ্যান করেছে। সরকার ও পোশাক শিল্প মালিকদের আচরণকে অভিন্ন মন্তব্য করে তিনি বলেন , আর কারও দয়া বা করুণা চাই না।

আমরা আমাদের শ্রমের যথাযথ মূল্য চাই। তবে দাবি নিয়ে টালবাহানা করলে আগস্টের প্রথম সপ্তাহে দেশব্যাপী ধর্মঘট পালনের কথাও জানান তিনি। প্রসঙ্গত, মঙ্গলবার সেগুন বাগিচার মজুরি বোর্ড কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সর্বসাকুল্যে ৩ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করেন মজুরি বোর্ড চেয়ারম্যান ইকতেদার আহমেদ। তবে নির্ধারণের সুপারিশ করার কয়েক ঘণ্টার মধ্যেই তা আটকে যায়।

শ্রমিকপক্ষ এটা মেনে নিলেও মালিকপক্ষ আজ দুপুর নাগাদ সুপারিশে স্বাক্ষর করেন নি। অবশ্য গতকালই শ্রমমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নির্ধারিত মজুরিই বৃহস্পতিবার বিকাল ৫টায় সংবাদ সম্মেলন করে জানান হবে। তবে তার আগেই আজ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম আনুষ্ঠানিকভাবে এ বেতন কাঠামো প্রত্যাখ্যান করলো। আরটিএনএন ডটনেট/

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।