আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষামূলক গল্পের ভাঙ্গাচুরা রূপ

*খরগোশ কচ্ছপের সাথে দৌড়ে হেরে গিয়েছিল। এই লজ্জা তার এখনো মিটে নাই। তাই এবার সে আবার কচ্ছপের সাথে রেসের আয়োজন করলো। যেনতেন রেস না। একেবারে lap রেস।

3 lap match. খরগোশ দিন নির্ধারন করলো। কিন্তু দুর্ভাগ্য আবার তার পিছু নিলো। যেদিন তার রেস তার আগের দিন ডেটিং এ গার্লফ্রেন্ডের সাথে ফিক্সায় (প্রাণিজগতের রিক্সা) ঘুরে ব্যপক সর্দি লেগে গেল। কাশতে কাশতে জান শেষ। ডাক্তার তাকে ওষুধ দিল।

কিন্তু রেস তো পিছানো যায় না। রেস পিছানোর প্রস্তাব দিলে কচ্ছপ তাকে খুব পচাবে। এই জন্য আর তা করলো না। হেই দিন কি আর আছে। দিন বদলাইছে না? এই ভেবে নিজেকে সান্তনা দিলো।

সকাল ৯ টায় রেস। কেডস টেডস ধুয়ে ঘড়িতে এলার্ম দিয়ে কঠিন এক ঘুম। এদিকে সর্দির ওষুধ খায়া তো আরো বাজ অবস্থা। সকাল ৮ টায় এলার্ম বেজে উঠল। কোন রকম চোখ মেলে খরগোশ দেখে যে আরো এক ঘন্টা বাকি।

এলার্ম বন্ধ করে দিল। পাঁচ মিনিট একটু বেশি ঘুমায়া নেই এই ভেবে আবার ঘুম দিল। কিন্তু এই ৫ মিনিট হইলো বেলা ১১ টায়। উইঠ্ঠা দৌড়ায়া রেসের মাঠে গিয়া দেখে রেস। কচ্ছপ একাই ফার্স্ট।

পরের দিন পশুর ভালো পত্রিকার মনগড়া হেডিং: আবারো জিতলো কচ্ছপ। একমাত্র প্রতিদ্বন্দী ডোপ টেস্টেই বাদ। এই পত্রিকার উপর এমনেই খরগোশের মেজাজ বিলা। কয়দিন আগে জংগলে যখন ঘূর্ণিঝড় মরজিনার আঘাতে সব লণ্ডভণ্ড তখন তারা কাউয়া কসভেটিক্স এর সাথে একজোট হয়ে জঙ্গলে নাচাগানার আয়োজন করে। যাহোক।

আজ হারছে ত কি হইছে? ঘ্যান টিভিতে একটা গান দেয়, প্রখ্যাত শিল্পী কাউয়া গায়, যদি লক্ষ্য থাকে অটুট............ নেক্সট টাইম দেখা হবে। *এক বৃদ্ধ লোকের তিন ছেলে ছিল। সারাদিন তারা ব্যপক ঝগড়া করতো। তাদের ঝগড়ায় ত্যক্ত বিরক্ত হয়ে ওই লোক তাদের কে কঠিন এক শিক্ষা দেয়ার প্লান করল। সবাইকে একদিন ডেকে বলল, যাও বাবারা সবাই কয়েকটা করে কাঠি নিয়া আসো।

সেই কাঠি আনতে গিয়াও ব্যপক যুদ্ধ। কেউ একটা কাঠি ধরে তো আরেক জন বলে এটা আমি আগে দেখছি, আমি নিমু। ব্যপক হাউকাউ। এরকম প্রায় দুইঘন্টা পর সবাই মিলে ১১ টা কাঠি নিয়া বাবার কাছে ফিরলো। বাবা একটা কাঠি নিয়া একজনকে দিয়ে বলল ভাঙ্গো।

সে একটু চেষ্টা করতেই মট করে কাঠিটা ভেঙ্গে ফেললো। লোকটা এবার তৃপ্তির হাসি হেসে বাকি সবগুলো কাঠি এক করলো। সবকটা কাঠি বেঁধে নিলো। এবার নিজে একটু চেষ্টা করতেই ঠাস করে ভেঙ্গে গেল। তারপর ব্যপক দুঃখ করে বললো, "হুত্তোরি কী কাঠি আনছস? সব ভাইঙ্গা গেছে।

" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.