আমাদের কথা খুঁজে নিন

   

একটি শিক্ষামূলক গল্প

সাদামনের মানুষ আমি : প্রথমতো সবকিছু সন্দুররূপেই দেখতে চাই... একবার একটি বিশাল বড় জাহাজে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়; জাহাজ মেরামতের জন্য মালিক সবরকম চেষ্টাই করেছে; আজ একজন, কাল আরেকজন, পরশু আরেকজন কে দিয়ে চেষ্টা করেই যাচ্ছিলো দেশি-বিদেশি বিশেষজ্ঞরাও আপ্রান চেষ্টা করেও ব্যর্থ হল; যখন জাহাজের মালিক কোন কুল কিনারা করতে পারছিল না তখন তিনি এক বৃদ্ধ লোক এর শরণাপন্ন হলেন; বৃদ্ধ লোকটি তার যৌবনকালে এমনই একটি সমস্যার সমাধান করেছে বলে জনমত আছে বৃদ্ধ লোকটি বিশাল এক যন্ত্রপাতির বাক্স নিয়ে দ্রুতই কাজ শুরু করে দিলো; সে জাহাজের ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখল; জাহাজের মালিক বৃদ্ধের সাথে সারাক্ষণই লেগে থেকে বোঝার চেষ্টা করলো সে কীভাবে কি মেরামত করে জাহাজের সবকিছুই খুঁটিয়ে দেখার পর বৃদ্ধ তার বিশাল যন্ত্রপাতির বাক্স থেকে একটি ছোট হাতুড়ি বের করে ধীরে সুস্থে ইঞ্জিনের নির্দিষ্ট একটি জায়গায় হাতুড়িটি দিয়ে কয়েকটি বাড়ি দিলো; সঙ্গে সঙ্গেই ইঞ্জিন সচল হয়ে গেলো; কাজ শেষ করে বৃদ্ধ তার হাতুড়িটি সযত্নে তার সেই বিশাল বাক্সে রাখল এক সপ্তাহ পর, বৃদ্ধের কাছে থেকে এক লক্ষ টাকার একটি বিল পেয়ে জাহাজের মালিকের চোখ ছানাবড়া! বুড়ো কিছুই করেনি, সামান্য হাতুড়ি পিটিয়ে এত টাকা চায়? জাহাজের মালিক বৃদ্ধের কাছে বিলটি ফেরত পাঠিয়ে দিলেন এবং সাথে এটাও লিখে দিলেন "দয়া করে তালিকাবদ্ধভাবে বিল প্রদান করুণ" বৃদ্ধের বিলঃ ১ > হাতুড়ির বারি দেয়ার জন্য ২০০.০০ টাকা ২ > কোথায় হাতুড়ি দিতে হবে তা জানার জন্য ৯৯,৮০০.০০ টাকা


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.