আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষামূলক কুইজ

মন্দটাই মনে রাখে মানুষ। ভালোটা হাড়গোড়ের সঙ্গে মাটিতে মিশে যায় শুধু ব্যাংক নয়, সব নিয়োগ পরীক্ষাতেই সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে।সাধারণ জ্ঞানের আবার দুটি আলাদা ভাগ আছে। বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। পরীক্ষায় ভালো করতে চাইলে উভয় অংশই গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাই প্রস্ত্ততিটা হতে হবে ব্যাপক। ব্যাংকের ক্ষেত্রে সাধারণত সাম্প্রতিক সাধারণ জ্ঞান ভিত্তিক প্রশ্ন বেশী হয়ে থাকে। তাই সাম্প্রতিক সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত পত্রপত্রিকা পড়া ও রেডিও-টেলিভিশনের খবর শোনা জরুরি। ## স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে পাকিস্তানের কোন কারাগারে বন্দী রাখা হয় ? >> লাহোর কারাগার ## অস্থায়ী সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করেন কে? >> অধ্যাপক কামরুজ্জামান ## কোন ফরাসী সাহিত্যিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের আগ্রহ প্রকাশ করেন? >> আঁন্দ্রে মায়ারা ## কম্পিউটার বাগ' হল- >> সফটওয়্যার সংক্রান্ত ভুল ## অতীশ দীপঙ্কর নামটি নিচের কোনটির সাথে জড়িত? >> হিন্দু ধর্মের একজন সেবক ## বাংলাদেশের অপ্সরা কে? >> প্রথম হিমায়িত ভ্রূণ শিশু ## ফর্মুলা ওয়ান কি? >> কার রেসিং প্রতিযোগীতা ## 'U-Boats' কোন দেশের নৌ বাহিনীর অন্তর্ভুক্ত ছিল? >> মার্কিন যুক্তরাষ্ট্র ## দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ হচ্ছে- >> বিচার বিভাগ ## এমবেডেড জার্নালিজম'- কোন অপারেশনের সাথে জড়িত? >> অপারেশন ডেজার্ট স্টর্ম ## কোন রোগের নির্দিষ্ট কোন লক্ষণ নেই? >> মামস ## বাংলাপিডিয়া-এর সম্পাদক কে? >> সিরাজুল ইসলাম ## কৃত্তিম 'জীন' আবিষ্কার করেন কে? >> হরগোবিন্দ খোরানা ## জীবের রাসায়নিক গঠন উপাদান কি? >> DNA ## নিচের কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহৃত হয়? >> নাইট্রোগ্লিসারিন ## ১৯৭১ সালে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের পক্ষে কতটি সদস্য দেশ সমর্থন দেয়? >> ৪৭ টি ## ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর সমর্পিত অস্ত্র টি বর্তমানে কোথায় সংরক্ষিত আছে? >> মুক্তিযুদ্ধ যাদুঘর ## Bluetooth নিচের কোন প্রযুক্তি ব্যবহার করে? >> Television Signal ## SWIFT কি? >> একটি ব্যাংকিং পদ্ধতি ## Ozone বলতে কি বোঝায়? >> বায়ুমণ্ডলের গ্যাসীয় স্তর ও গ্যাস ## 5x + 2y - 3z = 16. If x = 2 and y = 3, what is z? >> 0 (Zero) ## সিভিটাস শব্দের অর্থ কী ? >> শহরের জীবন মান ## মুহাম্মদ আলী কিসের জন্য চ্যাম্পিয়ন ? >> বক্সিং ## In which organelle of a living cell is DNA found? >> Nucleus ## নিচের কোনটি উদ্ভিদ গবেষণায় দাঁড় ? >> বোটানি ## বাংলাদেশের সর্বপ্রথম কমিউনিটি ব্লগ/সাইট কোনটি? >> টেকটিউন্স ## একটি ছোট চিত্র,যা একটি ফোল্ডারকে প্রকাশ করে? >> আইকন ## কম্পিউটার কি বোর্ডের scroll Lock বাটনের কাজ কি? >> আ্যারো কি গুলোকে বন্ধ করা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.