আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে ড্রোন হামলাকারী ওবামা ও বাঙ্গালী পোশাক শ্রমিকবান্ধব আমেরিকা!!!!!!!!

শ্রমিকদের নিরাপত্তার প্রশ্নে বাতিল হলো জিএসপি! ভালো কথা। কিন্তু মনে সন্দেহ জাগে- যারা গুলি, বোমা, ড্রোন হামলা করে তারা কিভাবে এতো ভাল হয়ে গেলো। এদেশের পোশাক শিল্প দাড় হয়েছে শ্রমিক-মালিকের সম্মিলিত চেষ্টায়। মার্কিনীদের দয়া দাক্ষিন্যে নয়। বাঙ্গালী ব্যবসায়ীদের ঠকানোর এমন কোন পদ্ধতি নাই যা ফিরিঙ্গিরা ব্যবহার করে নাই।

বাঙ্গালী মার্চেন্ডাইজাররা ইংরাজী কইতে পারে না বইলা সুযোগ বুঝে পোশাকের দাম কমিয়ে নিয়েছে http://www.notun-din.com/?p=3715। সেই মার্কিনীরাই এখন শ্রমিকদের পক্ষ নিয়ে গদগদ করছে। এই জন্যই মনে সন্দেহ জাগে, ওবামার এই সিদ্ধান্ত আসলে কি উদ্দেশ্যে। জিএসপি যতটা না অর্থনীতি নির্ভর তার চেয়ে অনেক বেশি রাজনীতি নির্ভর। কোন দেশ যদি কমিউনিস্ট হয় তাহলে জিএসপি সুবিধা বাতিল! জিএসপি আসলে রাজনীতিতে দাদাগিরির হাতিয়ার।

http://www.notun-din.com/?p=3715। তাই, যতটানা শ্রমিকদের স্বার্থ রক্ষা করার জন্য জিএসপি বাতিল করা হয়েছে তার চেয়েও বড় কোন দাদাগিরির লক্ষ্য মার্কিনীদের আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.