আমাদের কথা খুঁজে নিন

   

জিএসপি সুবিধা স্থগিত: দায় কার?

আমার চোখে বর্তমান... জিএসপি সুবিধা স্থগিত হওয়া নিয়ে অনেক রাজনীতি হচ্ছে। বিএনপি আবেদন করেছিল জিএসপি বাতিল করে সরকারকে শিক্ষা দেবার জন্য। তাই বড় একটা দায়ভার তাদের নিজের। একাজ করে বিএনপি আবারো প্রমান করল তারা গন্ডমুর্খের দল। দেশের চেয়ে তাদের কাছে ক্ষমতাই বড়।

আওয়ামী লীগ ক্ষমতাসীন থাকা অবস্থায় জিএসপি স্থগিত হলো। দায়ভার তাদেরও তাই সমানই। সবচে বড় কথা আওয়ামী লীগ সরকার জিএসপি ধরে রাখার জন্য সম্ভাব্য সব ধরনের উদ্যোগ নেয়নি। পোশাক শিল্পের সমস্যাগুলো সমাধানে তারা দৃশ্যত কোন অবদানই রাখতে পারেনি। বড় বড় দুর্ঘটনা গুলো প্রতিরোধে তারা কোন ব্যবস্থা নিতে পারেনি, বরং যারা এ ঘটনা গুলোর জন্য দায়ী তাদেরও প্রকৃত অর্থে বিচারের কাঠগড়ায় দাড় করায়নি।

সর্বোপরি ডঃ ইউনুসের প্রভাব কাজে লাগিয়ে হয়তো এ দুর্নাম এড়ানো যেত। কিন্তু সরকার সে পথে কখনো হাটেনি। বরং ডঃ ইউনুসকে নাজেহাল করে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশকে দুর্বল থেকে দুর্বলতর করেছে। জনগনের দায়ভারও কম নয়। আমরা আমাদের জন প্রতিনিধিদের কখনো বাধ্য করতে পারিনি দেশের সার্থে তাদের সর্বোচ্চ চেষ্টা নিশ্চিত করতে।

অন্তত ডঃ ইউনুসের পাশে থেকে আমরা তাকে বাধ্য করতে পারতাম বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের প্রভাবকে এগিয়ে নিতে। সারা পৃথিবী যখন বন বন করে এগিয়ে যাচ্ছে, আমাদের রাজনীতিবিদ সহ আমরা সবাই তখন ব্যস্ত নিজের নাক কেটে অন্যের যাত্রা ভংগ করতে। সবকিছু নিয়ে ক্ষুদ্র গন্ডির ব্যক্তিগত রাজনীতি করতে। কেবল নিজের সুবিধা নিশ্চিত করতে। দেশের জন্য আমরা ব্যক্তিগত, সমাজগত, দলগত ভাবে কি করেছি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.