আমাদের কথা খুঁজে নিন

   

জিএসপি নিয়ে মজীনা-তোফায়েলের ‘আশা’

ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, শর্তপূরণ সাপেক্ষে পরবর্তী পর্যালোচনায় বাংলাদেশকে এই সুবিধা ফিরিয়ে দেয়া হতে পারে।

আর তোফায়েল আহমেদও শর্তপূরণে সক্ষম হওয়ার বিষয়ে বেশ আশাবাদী।

বুধবার সচিবালয়ে এক বৈঠকের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তোফায়েল ও মজীনা।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, “আগামী মে মাসে জিএসপি পর্যালোচনা হবে। সেখানে অবস্থান তুলে ধরে বাংলাদেশ জিএসপি ফিরে পাক এটাই আমার লক্ষ্য।

জিএসপি ফিরে পেতে বাংলাদেশ কিছু শর্ত পূরণ করেছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “বাকি শর্তগুলোও পূরণে বেশ অগ্রগতি হয়েছে। আশা করছি শিগগির জিএসপি ফেরত পাওয়া যাবে। ”

বাণিজ্যমন্ত্রী ও সচিবের সঙ্গে টিকফা ও জিএসপি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে মজীনা বলেন, “দুই দেশে কীভাবে একসঙ্গে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। ”

এ সময় তোফায়েল জিএসপি ফিরে পেতে জুনের মধ্যে বাংলাদেশ সব শর্ত পূরণ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

গত বছরের ২৭ জুন কারখানার কর্ম পরিবেশের উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্যে অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত করে যুক্তরাষ্ট্র।

জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্সেসের (জিএসপি) আওতায় বাংলাদেশ পাঁচ হাজার ধরনের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধায় রপ্তানি করতে পারত, যদিও এর মধ্যে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক নেই।

‘সংলাপ কখন হবে কেউ জানে না’

এদিকে বিএনপির সংলাপের দাবির বিষয়ে তোফায়েল বলেন, “বিএনপি যখন একটা সরকারকে অবৈধ বলে অ্যাখ্যায়িত করার চেষ্টা করে তখন সংলাপের সুযোগ থাকে না। এর পরেও তারা সংলাপ চায়। ”

ফাইল ছবি

ফাইল ছবি

বিএনপির সঙ্গে কবে নাগাদ সংলাপ হতে পারে এমন প্রশ্নের জবাবে তোফায়েল বলেন, “আমরাও কেউই সংলাপের বিরদ্ধে নই। সংলাপ হতেই পারে।

তবে কখন, কবে তা কেউ বলতে পারবে না। ”

সংলাপ নিয়ে অনন্তকাল অপেক্ষা করা যাবে না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে তোফায়েল বলেন, “তারা তো নির্বাচনের আগেও অপেক্ষা করেনি। ”

“তাদের সমস্ত শক্তি নিয়োগ করে নির্বাচনকে বানচাল-বন্ধ করতে চেয়েছিল কিন্তু সফল হয়নি। আগামী দিনগুলোতেও তারা যে এগুলো করে সফল হবেন না। ”

তোফায়েল বলেন, বিএনপি মুখে যাই বলুক না কেন তারা হৃদয় দিয়ে উপলব্ধি করতে পেরেছে রাজপথে হানাহানি করে, অবরোধ সৃষ্টি করে, চলন্ত বাসে আগুন দিয়ে কোনো লাভ হয়নি।

বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, “আমরা গত ৬ জানুয়ারি বিবৃতি দিয়ে আমাদের অবস্থান জানিয়েছি। আমরা এখনো সেই অবস্থানেই আছি। সংলাপ প্রয়োজন। ”

গত ৫ জানুয়ারির নির্বাচনের পর সরকারের উপরে বিদেশি কোনো দেশের কোনো চাপ নেই বলেও জানান আওয়ামী লীগ নেতা তোফায়েল।

তিনি বলেন, “কারণ তারা (বিদেশিরা) উপলব্ধি করতে পেরেছেন নির্বাচন করার বিকল্প কিছু ছিল না।

সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.