আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা ' চিন্তার আদল'

কবিতা আমার প্রাণ চিন্তার আদল কয়েছ আহমদ বকুল চরম উদাসীন এক খন্ড মেঘ চোখের জলের রঙ্গে জমে আছে আহারে আশ্বিনের আকাশে - , কৃষাণী শংকাতুর কৃষকের চোয়ালের ক্লান্তী মুছে জন্ম নিয়েছে উদ্বেগ , চরম উদাসীন এক খন্ড মেঘ ! তুমি বলছিলে বৃষ্টি চাই - প্রবল বন্যা হোক তারপর দু'জনে বেড়াতে যাবো হাকালুকি হাওরে নৌকায় , আমি বলেছিলাম - না বাবা নৌক না - আমার ভয় লাগে খুব - বৃষ্টি হলে বরং দু'জনে করবো স্নান উদ্দাম ঝর্ণায় । কই ,আমরা কি শুনেছি ধুক কৃষকের বুকের আমরা কি দেখেছি জল কৃষাণীর চোখের আমরা কি বেসেছি ভালো পরস্পর চিন্তার আদল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.