আমাদের কথা খুঁজে নিন

   

নিয়ন্ত্রণহীন জাহাজের আঘাতে ইতালিতে নিহত ৩

মঙ্গলবার ইতালির সময় রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন। জোলি নিরো নামের কন্টেইনারবাহী ওই জাহাজটির আঘাতে নিয়ন্ত্রণকক্ষের একটি অংশ বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়। এ ঘটনার সময় কক্ষটিতে প্রায় ১০ জন কর্মী ছিল। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকীরা পানিতে পড়ে নিখোঁজ অথবা বিধ্বস্ত নিয়ন্ত্রণকক্ষটির ভিতরে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন বলে ধারণা করা হচ্ছে, নিহত অপর দুজন পুরুষ।

দুর্ঘটনার পর রাতের আঁধারেই তড়িঘড়ি করে নিয়ন্ত্রণকক্ষের আশপাশের পানিতে উদ্ধার অভিযান শুরু করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনাটিকে “ভয়ানক ট্র্যাজেডি” বলে বর্ণনা করেছেন বন্দর কর্তৃপক্ষের সভাপতি লুইজি মের্লো। দুর্ঘটনার সময় ২শ’ ৪০ মিটার দৈর্ঘ্যের জোলি নিরো টাগবোটের সহায়তায় বন্দর ত্যাগ করছিল। ইতালীয় কোম্পানির মালিকানাধীন জাহাজটি ৪০ হাজার ৫শ’ টন ভর বহনে সক্ষম।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।