আমাদের কথা খুঁজে নিন

   

আমার কি কোনো নিয়ন্ত্রণহীন অভ্যেস আছে?

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর। আমার কি কোনো নিয়ন্ত্রণহীন অভ্যাস আছে, নাকি এ আমার প্রচন্ড ভালবাসারই প্রকাশ? বল না কেন, তোর পায়ের পাতা দুটো সর্বক্ষণ বুকে জড়িয়ে রাখতে ইচ্ছে করে? ইচ্ছে করে একটি একটি করে চুমু দিতে থাকি, তোর পায়ের, প্রতিটি আংগুলে ভোর পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত। প্রথমদিন তুই রেগে গিয়েছিলি -----এ আবার কেমন পাগলামী? আরে! আমি পাগল বলেই তো তুই আমাকে এত্ত ভালবাসিস। আমার বুকের মধ্যে তোর পায়ের স্পর্শের সাথে সাথে আমার হৃদকম্পন বেড়ে যায়, নিঃশ্বাস প্রশ্বাস ওঠে অতি উষ্ণ ও দ্রুত। আমি চু্মু শুরু করি তোর বাঁ পায়ের কড়ে আংগুল থেকে, গোড়ালীতে যখন শেষ হয়, ততক্ষণে আধ ঘন্টা পার হয়ে গেছে। এই শোন, আমি যদি তোর আগে মরে যেতে থাকি অন্তিমায় তুই তোর পাতা দুটো আ্মার বুকে রাখিস -আমি চলে যাওয়া পর্যন্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.