আমাদের কথা খুঁজে নিন

   

নিজ দায়িত্বে পড়ুন...

সাম্য আর সাহসিকতার সাথে এগিয়ে যাবো আমরা কাল ভারত পাকিস্তান ম্যাচ। এই নিয়ে বাঙালি(সবাই না) ভীষন উত্তেজিত। কাল আমরা মাঠে গিয়ে একদল পাকিস্তানকে সমর্থন দিব আরেকদল ভারতকে সমর্থন দিব। এক দেশ নির্যাতন করছে ২৪ বছর। ১৯৭১ এ লাথি খাইয়া বিদায় হইছে।

যাওয়ার আগে শেষ করে দিয়ে গেছে আমাদের মেধাকে। ইসলামের নাম দিয়ে প্রাণ নিয়ে গেছে ৩০লক্ষ শহীদের। যদিও এখন আবার তাদের দালালরা জোট কইরা আবার একসাথে হইতে চাই। যাই হোক তাদের অনেকেই কাল পাকিস্তানের পতাকা মাঠে নিয়ে যাবে। তাদের কাছে আগাম একটি প্রশ্ন... আপনার ছোট ভাইকে যদি এভাবে কুকুরের খাদ্য হিসেবে ছুড়ে দেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে?? আপনার ছোট ভাইকে এভাবে কুকুরের খাদ্য যারা বানিয়েছে তাদেরকে আপনি সমর্থন জানাবেন?? আপনার বুক কি একবারও কেঁপে উঠবে না?? যদিও জানি যে রাজাকারদের এতে বুক কাপবে না।

তারপরও অনুরোধ কাল দয়াকরে স্টেডিয়ামে গিয়ে নিজেকে পাকিস্তানি সৈন্যের সন্তান বলে নিজেকে পরিচয় করিয়ে দিবেন না। এবার আসি স্বাধীনতা পরবর্তী নির্যাতনের কথায়। এখন চলছে পার্শ্ববর্তী দেশ, আমাদের চরম, পরম, গরম বন্ধুদেশ ভারতের নির্যাতন। স্বাধীন হয়েও স্বাধীন হতে পারলাম না আমরা। নির্বিচারে হত্যা করে যাচ্ছে আমাদের ভাই বোনদের।

দেখার কেউ নাই। যদিও একদল গলা ফাটাই যে তারা এই করবে সেই করবে। কিন্তু আমরা তাদেরকেও ক্ষমতায় দেখেছি। তারা ভারতের একটি টিভি চ্যানেল বন্ধ করতে পারে নাই। আবার তারাই কিনা বিএসএফ নামক জানোয়ারদের বিচার করবে?? যাই হোক আরেক দল তাদের পা চাঁটার কাজে।

বন্ধু দেশ বলে বলে সবই উজার করে দিতেছে। তো কাল পাকিস্তানের সাথে কিছু পাকিস্তান প্রেমীর সাথে খেলা দেখতে মাঠে যাবে কিছু ভারত প্রেমীও। তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন... এটি আপনার বোনের ছবি হলে আপনি কি পারবেন মাঠে গিয়ে ভারতের পতাকা উড়াতে? অবশ্য আপনারা পারতেও পারেন। কারণ আপনারা তো আবার তাদের পা চাটা লোক। দেশের মাটিতে ঐসব দেশের পতাকা ঊড়াতে আপনারা সম্মানবোধ করেন।

কাল যারা ভারতের পতাকা উড়াবেন তাদেরকে আমরা বিএসএফ এর সন্তান বলেই ধরে নেব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.