আমাদের কথা খুঁজে নিন

   

কিছু আকাশ কুসুম কল্পনা! (নিজ দায়িত্বে পড়ুন)

দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত ! আমাদের জন্য আকাশ কুসুম কল্পনা কি হতে পারে যা কোন দিন হবার নয়? অনেক ভেবে কিছু বিষয় পেলাম যেমন: ১. দুই দলের দুই নেত্রী এক সাথে বসে চাঁ খাচ্ছে আর আগামী নির্বাচনে যেই জয়ী হোক না কেন তাকে পূর্ণাঙ্গ সহযোগীতার কথা বলছে । ২. নির্বাচনের আগে নির্বাচনী বিতর্কে এক মঞ্চে উঠবেন বলে ঘোষণা । ৩. বাংলাদেশের পুলিশ দুনীর্তি অভিযোগ পাওয়া মাত্র রাজনৈতিক নেতা-কর্মীদের ধরে আদালতে সোপর্দ করছে । ৪. ২০১৩ সাল নাগাদ দেশের প্রতি প্রান্তরে 5G ইন্টারনেট সেবা দেয়া হচ্ছে। ৫. ক্রিকেট প্রেমিরা ইন্ডিয়া Vs পাকিস্তান বা ফুটবল প্রেমিরা আর্জেন্টিনা Vs ব্রাজিল ম্যাচ নিয়ে একে অপরের সাথে আর লড়ছে না।

৬. ধর্মীয় কোন উষ্কানী মূলক পোষ্ট সামুতে প্রকাশিত হচ্ছেনা । ৭. বাংলা সিনেমার চাহিদা বিশ্বজুড়ে । বলিউড বা হলিউডের সব পরিচালক এদেশের নায়ক-নায়িকাদের নিয়ে সিনেমা বানাতে প্রধানমন্ত্রীর মাধ্যমে ধর্ণা দিচ্ছে । ৮. বাংলা সিনেমার পুরো বিশ্বে জয়জয়াকার । প্রতি বছরই প্রায় দু থেকে তিনটি সিনেমা অষ্কারে বিভিন্ন ক্যাটাগরী তে কম করেও প্রায় বিশ খানেক পুরষ্কার লাভ করে।

৯. আমাদের মা, বোনরা আর 'কেয়া পাতার নৌকা' , 'অগ্নিশপথ' , 'কিউ কি সাসভি কাভি বহু থি' এই জাতীয় সিরিয়াল দেখা বন্ধ করে বাংলা নাটক দেখে । ১০. ছোটরা আজ বিদেশী চ্যানেলের কার্টুন ছেড়ে এদেশে প্রচারিত বাস্তবধর্মী ও কল্যানমূলক সকল অনুষ্ঠান দেখে যা তাদের ভবিষ্যত সুন্দর মন গড়ে দেয় । ১১. যে দলেরই নেতা-কর্মী হোক অপরাধ করলে শাস্তি পাবেই এই মন্ত্রে দীক্ষিত হয়ে সকল দলের দুর্নীতি, অরাজগতা, অপরাধের বিরূদ্ধে অবস্থান। ১২. সরকার বেকা্রদের চাকরি পাবার পূর্ব পর্যন্ত বেকার ভাতা প্রদান। ১৩. প্রতিবেশী দেশ কতৃর্ক এদেশে শোষণ বা নিপীড়ন বন্ধ হওয়া।

১৪. নতুন সকল আইন তৈরি করা যেখানে ক্ষমতাসীনদের বা ধনীক শ্রেণীর নয় বরং সাধারন মানুষের সুবিধা বিচেচনায় তৈরি হয়। ১৫. ধৈর্য্য ধরে এই লেখা এতক্ষণ পড়বার পর আবার কমেন্ট করা এবং কমপক্ষে ৫০০ মন্তব্য পাবার আশা করা। [একদিনে এর চেয়ে বেশী কল্পনা করা গেলনা বলে দু:খিত] ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।